Advertisement
১৯ মে ২০২৪

উত্তেজিত রায়ান

রিডলি স্কটের ‘ব্লেড রানার’-ছবির ফলো আপ ফিল্ম নিয়ে উত্তেজনা ছিল প্রথম দিন থেকে। ১৯৮২ সালে রিডলি স্কটের সেই ক্লাসিক ছবির সিক্যুয়েলে কতটা সফল হবেন রায়ান গসলিং?

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০০:৪৮
Share: Save:

রিডলি স্কটের ‘ব্লেড রানার’-ছবির ফলো আপ ফিল্ম নিয়ে উত্তেজনা ছিল প্রথম দিন থেকে। ১৯৮২ সালে রিডলি স্কটের সেই ক্লাসিক ছবির সিক্যুয়েলে কতটা সফল হবেন রায়ান গসলিং? হ্যারিসন ফোর্ডের জুতোয় যে পা গলাতে চলেছেন তিনি! উত্তেজিত রায়ান নিজেও। সদ্য এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘প্রথম যখন ‘ব্লেড রানার’ দেখি আমার বয়স মেরেকেটে তেরো কি চোদ্দ হবে। প্রথম বার দেখেই অবাক হয়ে গিয়েছিলাম। নতুন ছবির অফারটা তাই প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। এতটাই চমকে গিয়েছিলাম। আর নতুন ছবিটা তো আগের ছবির কন্টিনিউয়েশন। ৩৫ বছর পর ছবির সিক্যুয়েল আসতে চলেছে। ফ্যানদের তাই আলাদা উত্তেজনা থাকবেই। নিজেই তো সেটা টের পাচ্ছি। তবে এ ছবিটা কিন্তু আরও ব্লিক। আরও অন্ধকার আর ভয়ঙ্কর।’’ শুধু কি তাই! এ ছবিতে অভিনয় করছেন হ্যারিসন ফোর্ড স্বয়‌ং। সে ব্যাপারেও নার্ভাস রায়ান। ‘‘ওঁর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাই আলাদা। উনি সেটে আসেন। একটুও সময় নষ্ট না করে, জামার হাতা গুটিয়ে নেমে পড়েন শট দিতে,’’ জানান রায়ান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Blade runner
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE