শীত থাকুক বা বিদায় নিক, আজ সত্যিই বসন্ত! কোকিল ডাকেনি। তবু বাংলা প্রেমদিবস সার্থক করে আরও এক বার পরস্পরের প্রেমে পড়লেন স্বর্ণেন্দু সমাদ্দার-শ্রুতি দাস। তাঁদের প্রেমের ছোঁয়ায় বিচ্ছেদের গুঞ্জনও প্রেমময়। ভালবাসা ভাঙছে এমন গুঞ্জনে যখন তোলপাড় টেলি পাড়া, ফেসবুক তখনই সেই রটনা উড়িয়ে স্বর্ণেন্দু মাঝ রাস্তায় বসে পড়ে শ্রুতির নতুন শাড়ির কুচি ধরে দিলেন!
সম্পর্কে জড়ানোর পরে থেকেই ভালবাসা নিয়ে সোচ্চার শ্রুতি। সঙ্গে সঙ্গে ফেসবুকে তাঁর থেকেও সোচ্চার তাঁর বিরোধীরা। তাঁদের কটাক্ষ, শ্রুতি আর কাউকে পেলেন না! বাবার বয়সী এক জনের প্রেমে পড়লেন। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে বলেছেন, পরিচালক নায়িকার উপরে ওঠার সিঁড়ি। ব্যবহার করে সরে যাবেন শ্রুতি। যদিও বছর গড়িয়েছে কিন্তু তাঁদের প্রেমে ভাটা পড়েনি। বসন্ত পঞ্চমীতে সেই কথাই আরও এক বার সরবে জানালেন স্বর্ণ-শ্রুতি। যেন ঝামা ঘষে দিলেন নিন্দকদের মুখে।