তারকারা গোটা জীবন কাজ আর সাফল্যে বিভোর থাকেন। সন্তানদের সঙ্গ দেওয়ার সময় তাঁদের বড় একটা হয় না। তাই ব্যতিক্রমী বাবা হতে চেয়েছিলেন অভিনেতা ববি দেওল। কিন্তু পারলেন কি?
১৯৯৫ সালে ‘বরসাত’ ছবিতে বলিউডে অভিষেক ধর্মেন্দ্রপুত্র ববি দেওলের। তার পর ছোট ছোট বিরতিতে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু ২০১৮ সালে ‘রেস ৩’-র পর দীর্ঘ দিন তাঁকে আর পর্দায় দেখা যায়নি। কারণ হিসেবে অভিনেতা জানান, তিনি সংসারী মানুষ। পরিবারের সঙ্গে থাকতে ভালবাসেন। তা ছাড়া, সন্তানদেরও একটা বয়সে বাবা-মাকে কাছে দরকার হয়। তাই কাজ থেকে কিছুটা সরে এসেছিলেন বলে জানিয়েছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের ওঠাপড়া নিয়ে কথা বললেন ওয়েব সিরিজ ‘আশ্রম’-এর নায়ক।