‘আশ্রম’ ওয়েব সিরিজ়ে ববি দেওল অভিনীত ‘বাবা নিরালা’র চরিত্র হইচই ফেলে দিয়েছিল। ভণ্ড সাধু, নেশাতুর চোখের চাহনি, মহিলাদের প্রতি লালসা— একের পর এক দৃশ্য নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেতা। কিন্তু এই ধরনের একটি চরিত্রে অভিনয় করছেন, সে কথা বাবা ও দাদাকে জানাতে দ্বিধাবোধ হয়েছিল ববির! সম্প্রতি নিজেই প্রকাশ্যে আনলেন অভিনেতা।
ববি জানান, বাবা ধর্মেন্দ্র ও দাদা সানি দেওল ‘আশ্রম’-এর প্রেক্ষাপট শুনলে প্রশ্ন করতেন, “কেন তুমি এই চরিত্রে অভিনয় করতে রাজি হলে?” তাই বাবা, দাদার চোখ এড়িয়েই শুটিং চালিয়ে যেতেন তিনি। ববির কথায়, “আমি জানতাম, নায়কের চরিত্র আর পাব না। আমি আমার পরিবারকে তাই প্রথমেই এই সিরিজ় গ্রহণ করার কথা বলিনি। আমি চেয়েছিলাম, ওরা আগে দেখুক তার পর তাদের প্রতিক্রিয়া শুনব।”
‘আশ্রম’-এ তাঁর অভিনয়ের কথা একমাত্র জানতেন স্ত্রী তানিয়া দেওল। তিনি উৎসাহ জুগিয়েছিলেন অভিনেতাকে। অভয় দিয়ে জানিয়েছিলেন, যদি ববি অন্তর থেকে এই চরিত্রে অভিনয় করতে চান, তা হলে যেন সিরিজ়ের প্রস্তাব গ্রহণ করে নেন। ববির মনে হয়েছিল, প্রেক্ষাপট বিতর্কিত হলেও সমাজের অবক্ষয়ের বাস্তবসম্মত চিত্রের প্রতিফলন রয়েছে এই সিরিজ়ে। তাই এই চরিত্রে অভিনয়ের ঝুঁকি নিয়েছিলেন অভিনেতা। মুক্তি পাওয়ার পর বাবা ও দাদা ববির অভিনয়ের প্রশংসা করেছিলেন, এমনই জানান অভিনেতা।