Advertisement
E-Paper

‘আমাকে দয়া করে ক্ষমা করে দিন’, প্রধানমন্ত্রীকে দেখেই কেন ভয় পেয়ে গেলেন কার্তিক আরিয়ান?

১ মে থেকে ৪ মে মুম্বইতে ওয়েভস-এ তারকারা ভিড় জমাচ্ছেন। উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রীও। তাঁকে দেখে কেন ক্ষমা চাইলেন আরিয়ান? ঠিক কী ঘটেছিল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৬:২৭
Bollywood actor Aaryan Khan got nervous while speaking in front of PM Narendra Modi

মোদীর কাছে ক্ষমা চাইলেন কার্তিক। ছবি: সংগৃহীত।

আসন্ন ছবি নিয়ে বর্তমানে ব্যস্ত কার্তিক আরিয়ান। সেই ছবিতে শ্রীলীলার সঙ্গে তাঁর রসায়ন নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। এই ব্যস্ততার মধ্যেই মুম্বইয়ের ‘ওয়ার্ল্ড অডিয়ো ভিস্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট’ (ওয়েভস)-এ উপস্থিত ছিলেন কার্তিক। সাদা পাজামা ও পাঞ্জাবির উপরে জ্যাকেট, লম্বা চুল ও দাড়ি— এই বেশে উপস্থিত হন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখেই জনসমক্ষে ক্ষমা চাইলেন অভিনেতা।

১ মে থেকে ৪ মে মুম্বইতে ওয়েভস-এ তারকারা ভিড় জমাচ্ছেন। উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রীও। তাঁকে দেখে কেন ক্ষমা চাইলেন আরিয়ান? ঠিক কী ঘটেছিল? কার্তিক বলেন, “প্রধানমন্ত্রীজি, আমি সত্যিই খুব দুঃখিত। আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছে। এই প্রথম আপনার সামনে আমি কোনও কথা বলব। আমি সর্বৈব ভাবে চেষ্টা করব, আপনার সামনে সংযত থাকতে।” এর পরেই ঘাবড়ে গিয়ে কার্তিক বলেন, “যদি আমি কোনও ভুল করে ফেলি, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। ওয়েভস-এর চারটি স্তম্ভ— সৃজনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও অন্তর্ভুক্তি।”

এই অনুষ্ঠানে এসএস রাজামৌলীর সঙ্গেও কার্তিককে কথা বলতে দেখা গিয়েছে। এই দেখেই অনুরাগীদের প্রশ্ন, আগামী দিনে কি রাজামৌলীর ছবিতে কার্তিককে দেখা যাবে?

উল্লেখ্য, ‘ভুলভুলাইয়া ৩’-এর সাফল্যের পরে কার্তিক ব্যস্ত অনুরাগ বসুর ছবি নিয়ে। এই ছবির জন্য গ্যাংটকেও বেশ কিছু দিন শুটিং করেছেন অভিনেতা। ছবির নাম এখনও স্থির হয়নি। এই ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে। ২০২৬ সালে এই ছবি মুক্তি পাবে।

Kartik Aaryan Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy