Advertisement
E-Paper

‘আমি গর্বিত হিন্দু’, বোরখা পরার হুকুম করেছিলেন সানা! বিতর্ক শুরু হতেই কী বললেন সম্ভাবনা?

রূপটানে ব্যস্ত অভিনেত্রী সম্ভাবনা। পরনে তাঁর কুর্তি ও পাজামা। সানা পরেছেন বোরখা। বান্ধবীর গায়ে ওড়না নেই দেখেই চটে গেলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৯:২২
Bollywood actress Sambhavana Seth said that she is a proud hindu and won’t wear Burqa

সানাকে নিয়ে কী বললেন সম্ভাবনা? ছবি: সংগৃহীত।

সানা খান ও সম্ভাবনা শেঠের একটি ভিডিয়ো ঘিরে সমাজমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। ধর্মে ও সংসারে মন দেবেন বলে রুপোলি জগৎ থেকে বিদায় নিয়েছিলেন সানা খান। তার পর থেকে আর অভিনয়ে দেখা যায়নি প্রাক্তন অভিনেত্রীকে। কিন্তু সম্প্রতি বোরখা পরার নির্দেশ দিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি।

ভিডিয়োটি সাজঘরের। সেখানে রূপটানে ব্যস্ত অভিনেত্রী সম্ভাবনা। পরনে তাঁর কুর্তি ও লেগিন্স। সানা পরেছেন বোরখা। বান্ধবীর গায়ে ওড়না নেই দেখেই চটে গেলেন সানা। বলেন, “একটা ভাল সালোয়ার-কামিজ় নেই, গায়ে ওড়না চাপা দাও। পারলে ওর জন্য বোরখা আনো।” এর উত্তরে সম্ভাবনা জানিয়েছিলেন, তাঁর ওজন বেড়ে যাওয়ায় কোনও পোশাকই গায়ে হচ্ছে না। তবে বিতর্কের সূত্রপাত সানার মন্তব্য ঘিরে।

প্রশ্ন উঠছে, কেন সম্ভাবনাকে বোরখা পরতে বলা হবে? এই প্রসঙ্গে সম্ভাবনা জানিয়েছেন, সানার সঙ্গে সেই ভিডিয়ো একেবারেই মজার ছলে করা হয়েছে। তিনি একজন ‘গর্বিত হিন্দু’। সমাজমাধ্যমে সম্ভাবনা লিখেছেন, “সানা ও আমার মধ্যে একেবারেই রসিকতা চলছিল। আমরা বহু বছর ধরে বন্ধু ছিলাম। রমজান উপলক্ষে ওর একটা পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি কী ভাবে এত ওজন বাড়িয়ে ফেললাম এই নিয়ে কথা হচ্ছিল। তখনই ও মজা করে আমার জন্য একটা ওড়না আনতে বলে।”

সম্ভাবনা আরও বলেন, “আমার নিজস্ব মতামত রয়েছে। কেউ জোর করে আমাকে বোরখা পরাতে পারে না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি। কিন্তু আমি এক জন গর্বিত হিন্দু। আমি বোরখা পরব না।”

Sana Khan sambhavna seth
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy