Advertisement
১৫ জুন ২০২৪
Alia Bhatt

Bollywood: কার মৃত্যুর জন্য শোক প্রকাশ করলেন আলিয়া, কিয়ারা?

ইলেকট্রিক অ্যাপল এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রায়ান। ‘দেবী’, ‘ইন্দু কি জওয়ানি’-র মতো ছবির প্রযোজক তিনি।

আলিয়া ভট্ট এবং কিয়ারা আডবাণী।

আলিয়া ভট্ট এবং কিয়ারা আডবাণী।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১৮:৫৪
Share: Save:

আবার খারাপ খবর বলিউডে। কোভিডে প্রয়াত হলেন বলিউড প্রযোজক রায়ান স্টিফেন। শনিবার সকালে গোয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ইলেকট্রিক অ্যাপল এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রায়ান। ‘দেবী’, ‘ইন্দু কি জওয়ানি’-র মতো ছবির প্রযোজক তিনি। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকাহত আলিয়া ভট্ট, কিয়ারা আডবাণী, মনোজ বাজপেয়ীর মতো তারকারা।

তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রযোজকের ছবি ভেসে উঠেছে। আলিয়া রায়ানের ছবি দিয়ে লিখেছেন, ‘তোমার আত্মার শান্তি কামনা করি রায়ান’। বন্ধুর এ ভাবে চলে যাওয়ায় মন ভারী ‘ইন্দু’ কিয়ারারও। অভিনেত্রীর শেষ ছবির প্রযোজক ছিলেন তিনি। রায়ানের হাসিমুখের ছবি দিয়ে কিয়ারা লিখেছেন, ‘আমাদের প্রিয় রায়ান খুব তাড়াতাড়ি চলে গেল’। এ ছাড়াও বরুণ ধবন, দিয়া মির্জারাও প্রযোজকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সাংবাদিক হিসেবে বলিউডে পা রেখেছিলেন রায়ান। এর পর যুক্ত হয়েছিলেন নানা চ্যানেলের সঙ্গে। পরবর্তীকালে ‘এলওসি’, ‘জিসম’, ‘পাপ’-এর মতো ছবির জন্য জনসংযোগকারী হিসেবেও কাজ করেন তিনি।

কিয়ারা এবং আলিয়ার ইনস্টাগ্রাম স্টোরি।

কিয়ারা এবং আলিয়ার ইনস্টাগ্রাম স্টোরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Alia Bhatt Kiara Advani Ryan Stephen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE