পাত্র অঙ্কিত তিওয়ারি। পেশা বলিউডের গায়ক ও সুরকার। নিবাস মুম্বই। পাত্রী পল্লবী শুক্ল। পেশা ইঞ্জিনিয়র। নিবাস বেঙ্গালুরু। কিন্তু এখন থেকে মুম্বইতেই এক সঙ্গে থাকবেন দু’জন। শুক্রবারই পল্লবীকে বিয়ে করেছেন অঙ্কিত।
এমন বিশেষ দিনের ছবি শেয়ার করে বিয়ের খবর নিজেই জানিয়েছেন পাত্র। ইনস্টাগ্রামে মালাবদলের ছবি পোস্ট করেছেন শিল্পী। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি আমার আজ এবং আমার জীবনের সব ক’টা কাল’।
নতুন বউয়ের হাতে হাত রেখে শেয়ার করেছেন আরেকটি ছবি। লিখেছেন, ‘সব কিছুর শেষে কেউ ততটা ভালবাসাই পায়, যতটা সে দেয়’।
"You are my today and all of my tomorrows!" #AnkitwedsPallavi