Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Ranbir Kapoor

‘Bramhastra’: ঝলকেই বিতর্ক উস্কে দিল ‘ব্রহ্মাস্ত্র’, ছবি বয়কটের ডাক

দর্শকের মন জয় করবে ‘ব্রহ্মাস্ত্র’— এমনটাই আশা পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের। তার মধ্যেই প্রচার-ঝলকের একটি দৃশ্য নিয়ে তুমুল শোরগোল শুরু।

‘ব্রহ্মাস্ত্র’-এ

‘ব্রহ্মাস্ত্র’-এ

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১৯:১০
Share: Save:

সদ্য মুক্তি পেয়েছে প্রচার-ঝলক। আর তাতেই শোরগোল ফেলে দিয়েছে রণবীর কপূরের ‘ব্রহ্মাস্ত্র’। ছবির একটি বিশেষ দৃশ্য উস্কে দিয়েছে তুমুল বিতর্ক। দর্শকদের একাংশের মতে, ঝলকে দেখা ছবির একটি দৃশ্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। পুরাণ, রোমাঞ্চ, সংস্কৃতির মিশেলে তৈরি এই ছবির ঝলক প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই আগ্রহ বাড়িয়েছিল অনুরাগীদের। ‘ব্রহ্মাস্ত্র’-এর নায়ক ‘শিবা’ তিন শক্তি অগ্নি, জল, বায়ুর বলে বলীয়ান। সে হাওয়ায় উড়তে পারে। আগুন তাকে স্পর্শ করতে পারে না। জলেও তার অবাধ বিচরণ। কল্প-রহস্যের মোড়কে নতুন ধারার এই ছবি দর্শকের মন জয় করবে, এমনটাই আশা পরিচালকের। এ দিকে, শুরুতেই এল ধাক্কা। ছবির একটি দৃশ্য নিয়ে তুমুল আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ। ছবি বয়কটের ডাকও দিচ্ছেন তাঁরা।

কী ছিল সেই দৃশ্যে? প্রচার-ঝলকের শুরুতেই রণবীর কপূরের আত্মপ্রকাশ। সেখানে দেখা যাচ্ছে, রণবীর জুতো পায়ে মন্দিরে প্রবেশ করছেন। এখানেই গন্ডগোলের শুরু। মন্দিরে জুতো খুলে ঢোকার রীতিই প্রচলিত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। এই দৃশ্য সেই রীতির অবমাননা করে ধর্মীয় ভাবাবেগে, এমনটাই মত দর্শকদের একাংশের। উড়ে আসছে নানা তির্যক মন্তব্যও। প্রায় ন’বছরের চেষ্টায় ছবিটি তৈরি করেছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তার প্রচার-ঝলক শুরুতেই এমন বিতর্ক তৈরি করে ফেলায় সংশয়ের মুখে ‘ব্রহ্মাস্ত্র’-এর ভবিষ্যৎ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Ranbir Kapoor amitabh bacchan Alia Bhat Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE