বয়সে বড় স্বামী। তাকে বন্ধু ভাবা গেল না। সে যেন বড্ড দূরের। আর তাই স্মিতা সান্যালের জীবনে এল অন্য মানুষ? কেন তাকে ‘ডাইনি’ বলা হল? ‘আরণ্যক সিন্ড্রোম’-এ কেন শুধু প্রকৃতির জায়গা রয়েছে? মানুষ নেই কেন? এ রকম অনেক ‘কেন’-র ফাঁদে ফেলবে ব্রাত্য বসুর নতুন ছবির ট্রেলার। সব প্রশ্নের জবাব পাওয়া যাবে কিনা, সেটা নিয়েও জাগে প্রশ্ন।
১০ বছর বাদে ছবির পরিচালনায় হাত দিয়েছেন নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু। ট্রেলারটি সর্ব প্রথম মুক্তি পেল আনন্দবাজার ডিজিটালের পাতায়।
নুসরত জাহান। কাজল ছাড়া এলো চুল আর সাদামাঠা শাড়িতে এ কোন নুসরত, যিনি বন্য প্রেমে পাগল? যিনি শাড়ির আঁচলের পরোয়া না করে খালি পায়ে ছুটে যান লালমাটির পথ ধরে? যাঁর চোখে বিস্তর বেদনা। একই সঙ্গে ম্লান হাসি।