Advertisement
E-Paper

ব্রেট লি এ বার নাচের মঞ্চে

যে রাঁধে সে চুলও বাঁধে— পুরুষদের ক্ষেত্রে এটা কী হওয়া উচিত্ ঠিক জানা নেই! তবে উদাহরণ হিসাবে অস্ট্রেলিয় ক্রিকেট তারকা ব্রেট লি-র নাম খুব সহজেই নেওয়া যায়। বল হাতে প্রতিপক্ষকে ‘আউটপ্লেড’ করতেন অনায়াসেই। আবার ৩৮-এর তরুণ গিটার হাতে মঞ্চও মাতান। আশা ভোঁশলের সঙ্গে একটি অ্যালবামেও গলা মিলিয়েছিলেন লি। ২০০৯ সালে হিন্দি ছবি ‘ভিক্টট্রি’-এ তাঁকে দেখা গিয়েছিল। তা হলে আর বাকি থাকল কী?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০০:০০

যে রাঁধে সে চুলও বাঁধে— পুরুষদের ক্ষেত্রে এটা কী হওয়া উচিত্ ঠিক জানা নেই! তবে উদাহরণ হিসাবে অস্ট্রেলিয় ক্রিকেট তারকা ব্রেট লি-র নাম খুব সহজেই নেওয়া যায়। বল হাতে প্রতিপক্ষকে ‘আউটপ্লেড’ করতেন অনায়াসেই। আবার ৩৮-এর তরুণ গিটার হাতে মঞ্চও মাতান। আশা ভোঁশলের সঙ্গে একটি অ্যালবামেও গলা মিলিয়েছিলেন লি। ২০০৯ সালে হিন্দি ছবি ‘ভিক্টট্রি’-এ তাঁকে দেখা গিয়েছিল। তা হলে আর বাকি থাকল কী?

এ বার নাচের মঞ্চে ব্রেট লি। ‘নাচ বলিয়ে ৭’-এর মঞ্চে দেখা যেতে পারে এই ক্রিকেটারকে। সূত্রের খবর, এই শোয়ের বিচারক প্রীতি জিন্টার অনুরোধে শোয়ের গ্র্যান্ড ফাইনালের দিন স্টেজ মাতাতে আসবেন লি। তাই আপাতত লি-র নাচ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Brett Lee Preity Zinta Nach Baliye 7 Asha Bhosle
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy