Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ মে ২০২২ ই-পেপার

URL Copied
Something isn't right! Please refresh.

বিলিতি কাস্ট নিয়ে আসছে ওনির-এর ‘হ্যামলেট’

বলিউডের হলটা কী! ছবির গল্প কি কম পড়েছে? না কি শেক্সপিয়রের ‘হ্যামলেট’ নিয়েই শুরু হয়েছে প্রতিযোগিতার পালা?উত্তর দেওয়া মুশকিল। তবে, হিসেব বলছে

সংবাদ সংস্থা
১১ জুন ২০১৫ ০০:০৪
Save
Something isn't right! Please refresh.
আশিস বিস্ত আর ওয়েন্ডি গ্লেন।

আশিস বিস্ত আর ওয়েন্ডি গ্লেন।

Popup Close

বলিউডের হলটা কী! ছবির গল্প কি কম পড়েছে? না কি শেক্সপিয়রের ‘হ্যামলেট’ নিয়েই শুরু হয়েছে প্রতিযোগিতার পালা?

উত্তর দেওয়া মুশকিল। তবে, হিসেব বলছে, এই নিয়ে বলিউড থেকে ফের উঁকি দিতে চলেছে ‘হ্যামলেট’। বিশাল ভরদ্বাজের পরে এ বার নতুন ‘হ্যামলেট’-এর পরিচালক ওনির। আর ছবির নামটাও ‘হ্যামলেট’ নয়। ওনির তাঁর ছবির নাম রেখেছেন ‘ভেদা’।

অবশ্য বলে রাখা ভাল, ‘হ্যামলেট’কে নিয়ে ছবি করার ব্যাপারটা বেশ অনেক বছর আগে থেকেই ভেবে রেখেছিলেন ওনির। সেই ২০১৩-তেই তিনি জানিয়ে দিয়েছিলেন ‘ভেদা’-র কথা। তার পর ২০১৪ সালে প্রিয় নায়িকা জুহি চাওলাকে দিয়ে ছবির পোস্টারও লঞ্চ করিয়েছিলেন ওনির। মাঝখানে বিশাল ভরদ্বাজের ‘হায়দার’ মুক্তি পাওয়ার পর শুরু হয়ে গেল দুটো ছবি নিয়ে তুলনার পালা!

Advertisement

ওনির যা বলছেন, তার থেকে দেখা যাচ্ছে, ‘ভেদা’ আর ‘হায়দার’-এর মধ্যে কোনও মিল চোখে পড়বে না। বিশাল প্রায় আগাগোড়া শেক্সপিয়রকে মেনে চললেও সেই রাস্তা থেকে সরে এসেছেন ওনির। “আমার ছবিটা হ্যামলেটের আধুনিক একটা ইন্টারপ্রিটেশন। এটাই আমার তৈরি প্রথম লাভ স্টোরি হতে চলেছে।”—বলছেন ওনির।

তবে, ওনিরের ছবির প্রধান আকর্ষণ বিলিতি। সে যেমন লোকেশন, তেমনই অভিনেত্রী বাছাইয়ের দিক থেকেও! লখনউয়ের পাশাপাশি ‘ভেদা’-র লোকেশনের অনেকখানি জুড়ে থাকছে শেক্সপিয়রের জন্মস্থান স্ট্র্যাটফোর্ড আপঅন অ্যাভন। আর ব্রিটিশ অভিনেত্রী ওয়েন্ডি গ্লেনকে এ ছবিতে দেখা যাবে হ্যামলেটের মা, কুইন অফ ডেনমার্ক গারট্রুডের ভূমিকায়। ওয়েন্ডি আমেরিকান টিভি সিরিজ ‘সি এস আই’-তে অভিনয়ের সুবাদে নজর কে়ড়েছেন ইতিমধ্যেই। ‘ভেদা’-ই ওয়েন্ডির প্রথম বলিউড-অভিজ্ঞতা।

কিন্তু হ্যামলেট? ওনিরের ছবি এই চরিত্রে অভিনয়ের জন্য কাকে নিয়ে আসছে রুপোলি পর্দায়?

হ্যামলেটের চরিত্রে এই ছবিতে দেখা যাবে নবাগত আশিস বিস্ত-কে। এর আগে মডেলিং ছাড়া ওনিরের সঙ্গেই ‘শব’ ছবিতে অভিনয় করে সেলুলয়েডের জন্য হাত পাকিয়েছেন আশিস। এ বার তাঁর হ্যামলেট হয়ে ওঠার পালা!Something isn't right! Please refresh.

আরও পড়ুন

Advertisement