বলিউডের হলটা কী! ছবির গল্প কি কম পড়েছে? না কি শেক্সপিয়রের ‘হ্যামলেট’ নিয়েই শুরু হয়েছে প্রতিযোগিতার পালা?
উত্তর দেওয়া মুশকিল। তবে, হিসেব বলছে, এই নিয়ে বলিউড থেকে ফের উঁকি দিতে চলেছে ‘হ্যামলেট’। বিশাল ভরদ্বাজের পরে এ বার নতুন ‘হ্যামলেট’-এর পরিচালক ওনির। আর ছবির নামটাও ‘হ্যামলেট’ নয়। ওনির তাঁর ছবির নাম রেখেছেন ‘ভেদা’।
অবশ্য বলে রাখা ভাল, ‘হ্যামলেট’কে নিয়ে ছবি করার ব্যাপারটা বেশ অনেক বছর আগে থেকেই ভেবে রেখেছিলেন ওনির। সেই ২০১৩-তেই তিনি জানিয়ে দিয়েছিলেন ‘ভেদা’-র কথা। তার পর ২০১৪ সালে প্রিয় নায়িকা জুহি চাওলাকে দিয়ে ছবির পোস্টারও লঞ্চ করিয়েছিলেন ওনির। মাঝখানে বিশাল ভরদ্বাজের ‘হায়দার’ মুক্তি পাওয়ার পর শুরু হয়ে গেল দুটো ছবি নিয়ে তুলনার পালা!