পরনে ফ্রক। মাথায় বাহারি হেয়ার ব্যান্ড। এই ছোট্ট শিশুর বয়স এখন ২১। সে স্টার কিডও বটে। চিনতে পারছেন?
বৃহস্পতিবার ছিল এই স্টার কিডের জন্মদিন। সেই উপলক্ষেই তাঁর মা এই ছবিটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, ‘হঠাত্ করেই এতগুলো বছর কেটে গেল, তা বলব না। আমি আর তুই যেন একসঙ্গে বড় হয়েছি। এই ছ’মাসের ছোট্ট মেয়েটার থেকে তুই এখন অনেক দূরে। তোর এখন ২১। হ্যাপি বার্থডে নোভ…। ভালবাসি।’
আসলে এটি অমিতাভ বচ্চনের নাতনি অর্থাত্ শ্বেতা নন্দার মেয়ে নভ্যা নভেলির ছ’মাস বয়সের ছবি। গতকাল শ্বেতাই মেয়ের এই ছবি শেয়ার করেছিলেন।
শুধু শ্বেতাই নন, নভ্যাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মামা অভিষেকও। তিনি লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মাথার বাচ্চা। শুভ ২১তম জন্মদিন নভ্যা। এখন অফিশিয়ালি তুই লেডি। আমার হাতের ওপর বড় হয়ে ওঠা মেয়েটা এখন আমার খুব কাছের বন্ধু। তুই সব সময় মামার প্রিয় থাকবি। এর কোনও পরিবর্তন হবে না।’
আরও পড়ুন, দীপিকা-রণবীরের রিসেপশনে কেন গেলেন না রণবীর-আলিয়া?
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)