Advertisement
E-Paper

‘বালিকা বধূ’ আনন্দীকে এখন কেমন দেখতে জানেন?

এক সময় দর্শকদের মন জয় করেছিল সেই মেয়ে। সে ‘আনন্দী’। ‘বালিকা বধূ’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ১৩:৩৫
‘বালিকা বধূ’র আনন্দী।

‘বালিকা বধূ’র আনন্দী।

শাড়ি, গয়নায় সেজে ছোট্ট বউ। সারা দিন ঘুরে বেড়ায় বাড়িতে। বরের সঙ্গে তার খেলার বয়স। খেলতেই চায়। কিন্তু বর বাবাজী তার ছোট্ট বউয়ের ওপরই যাবতীয় ক্ষমতা প্রদর্শন করে। এ দিকে শাশুড়ি মেয়ের মতো করেই আগলে রাখেন ছোট্ট বউমাকে।

ঠিক এ ভাবে এক সময় দর্শকদের মন জয় করেছিল সেই মেয়ে। সে ‘আনন্দী’। ‘বালিকা বধূ’।

আরও পড়ুন, করিশ্মা শেয়ার করলেন তাঁর বিকিনি লুক

অভিনেত্রীর আসল নাম অভিকা গৌর। তাঁকে বালিকা বধূ হিসেবে সকলেই চেনেন। কিন্তু স্ক্রিনের বাইরে তাঁকে কেমন দেখতে জানেন? !⭐⭐⭐⭐ _ 🤗🤗🤗🤗🤗 (__)

!⭐⭐⭐⭐ _ 🤗🤗🤗🤗🤗

(__)

আজ অভিকার জন্মদিন। ২০ বছরে পা দিলেন তিনি। এর মধ্যেই তুমুল সাফল্য পেয়েছেন অভিকা। মিষ্টি হাসি দিয়ে মন জয় করেছিলেন সকলের। পরে ‘শ্বশুরাল সিমর কা’ সিরিয়ালে সংস্কারী বধূর ভূমিকাতেও তাঁকে দেখেছেন দর্শক। কিন্তু অভিকার সোশ্যাল ওয়ালে চোখ রাখলে তাঁর স্টাইলিশ অবতার নজরে আসবে। এক সময় সহঅভিনেতা মনীশ রাইসিংঘানির সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক নিয়ে গসিপ হয়েছিল ইন্ডাস্ট্রিতে। তবে তা নিয়ে মুখ খোলেননি তিনি। আজকের স্পেশাল দিনটা কী ভাবে কাটাবেন তা নিয়েও মুখে কুলুপ অভিনেত্রীর। ! ! (__)

! !

(__)

Anandi Avika Gor Balika Vadhu Celebrities বালিকা বধূ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy