কাঁধখোলা, সাদা ঝালরওয়ালা গাউনে রেড কার্পেটে হেঁটেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রওতেলা। এই প্রথম ‘কান’-এ। যে দিকে চোখ যায়, নক্ষত্রের ঝিকিমিকি। তবু হাজার তারকার ভিড়ে ‘হেট স্টোরি-৪’-এর নায়িকা যেন রাজহংসীর মতো নজরকাড়া। আর তার পর? উর্বশীর জীবনের সেরা প্রাপ্তিও ঘটল রেড কার্পেটেই। আনন্দে বিহ্বল হয়ে পড়লেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে উচ্ছ্বসিত উর্বশী জানান, তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে এসেছিলেন হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও। তিনি নাকি বলেন, ‘‘তুমি প্রতিভাশালী অভিনেত্রী। ভাল কাজ করছ।’’ সে কথা শুনে নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না ‘পাগলপন্তি’র নায়িকা। অভিনেত্রী বলেন, ‘‘স্বপ্ন সত্যি হল আমার। এটাই আমায় অনুপ্রেরণা জোগাবে।’’