মেরি ক্রিসমাস। আজ এই উইশটাই সকলে করছেন। আপনাদের উইশ করলেন দেব। তবে…
হুম। এখানে একটা টুইস্ট রয়েছে। কারণ মেরি ক্রিসমাস উইশ করার সঙ্গে সঙ্গে দেব আপনাদের একটা অনুরোধ করেছেন। কী বলুন তো?
দেব চাইছেন, আপনারাও দেবকে উইশ করুন। না! সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আমাজান অভিযান’-এর সাফল্য কামনা করে নয়। বরং কারণটা অন্য।
আরও পড়ুন, আমাজনের শুটিংয়ে ভগবানের দেখা পেয়েছিলেন দেব!
আসলে আজ দেবের জন্মদিন। সে কারণেই দেব চাইছেন, আপনারাও প্রিয় নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানান। আর ‘আমাজন অভিযান’-এর জন্য শুভকামনা তো উপরি পাওনা।
আরও পড়ুন, দৃষ্টিসুখের উল্লাস পেতে দেখে ফেলাই যায় ‘আমাজন অভিযান’
গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে টলিউডের সবচেয়ে বড় বাজেটের ছবি ‘আমাজন অভিযান’। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালনায় দেবের অভিনয় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে নানা মহলে। তাই এ বারের বড়দিন দেবের কাছে সত্যিই ‘বড়’দিন।
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন