হ্যাপি বার্থ ডে ঋতুদা,
কেমন আছ? যেখানেই আছ নিশ্চয়ই খুব ভাল আছ!
অনেক দিন কথা হয় না তোমার সঙ্গে। সত্যি কথা বলতে, রোজ কী তোমার কথা মনে পড়ে? নাহ, পড়ে না। তুমিও জানো! কিন্তু মুম্বইয়ে এখন শুট করছি কঙ্গনা রানাওয়াতের সঙ্গে। কোথাও কিছু আটকাচ্ছে, ব্যস, অমনি তোমার কথা মনে পড়ে। ভাবি, এই জায়গাটা তুমি থাকলে কী করতে বলতে?