Advertisement
০৭ মে ২০২৪

খেলা যখন

ওঁদের বন্ধুত্বের বয়স তিন দশক পেরিয়েছে। সেই কবে রমাপ্রসাদ বণিকের ‘চেনামুখ’ নাট্যদলে একসঙ্গে কাজের শুরু। এখন দু’জনেই নাট্যআনন-এ।

দেবশঙ্কর মুখোপাধ্যায়
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০০:২০
Share: Save:

ওঁদের বন্ধুত্বের বয়স তিন দশক পেরিয়েছে। সেই কবে রমাপ্রসাদ বণিকের ‘চেনামুখ’ নাট্যদলে একসঙ্গে কাজের শুরু। এখন দু’জনেই নাট্যআনন-এ। চন্দন সেন আর শান্তিলাল মুখোপাধ্যায়। এবার তাঁরা শর্ট ফিল্মে। নাম ‘খেলা: দ্য গেম থিয়োরি’। ছবিটির পরিচালক চন্দন সেন। অভিনয়ে শান্তিলাল মুখোপাধ্যায়। মিনিট পঁচিশের এই শর্ট ফিল্মটি আদ্যন্ত অল্টার ইগোর খেলায় মোড়া। এক যুবতীর আত্মহত্যায় ব্যর্থ হওয়া দিয়ে গল্পের শুরু। যুবতী সেই ব্যর্থ চেষ্টার পরমুহূর্তে নিজের ফ্ল্যাটে আবিষ্কার করেন এক পুরুষকে। এই পুরুষটিই তাঁর দ্বিতীয় সত্তা, তাঁর অন্য-আমি। এই আমি আর অন্য-আমি জড়িয়ে পড়ে আলাপে। আলাপ থেকে সংঘাত। সংঘাত থেকে একে অপরকে কখনও দমিয়ে রাখা, কখনও মেনে নেওয়ার ‘গেম থিয়োরি’। শান্তিলাল ছাড়া ছবিতে আর একটিই চরিত্র। তাতে অভিনয় করছেন সঞ্জিতা মুখোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chandan sen Shantilal Mukher Short Film
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE