Advertisement
E-Paper

ক্যানসার নিয়ে কুসংস্কার! সচেতনতা বাড়াতে কী পদক্ষেপ নাট্যকর্মী চন্দন-ফাল্গুনী-মাসুদের?

“আমার দলেরই দুই অভিনেত্রী আছেন, যাঁরা পাড়ায় একঘরে। বিয়ের নিমন্ত্রণটুকুও পান না! এতটাই অচ্ছুৎ”, বললেন চন্দন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৫:৪১
চন্দন সেন, ফাল্গুনী চট্টোপাধ্যায়, মাসুদ আখতার।

চন্দন সেন, ফাল্গুনী চট্টোপাধ্যায়, মাসুদ আখতার। ছবি: সংগৃহীত।

এক সময় কুষ্ঠ হলেই আক্রান্তকে একঘরে করে রাখা হত। পড়শি, আত্মীয়-বন্ধু, এমনকি অতি আপনজনের কাছ থেকেও ভীষণ খারাপ ব্যবহার পেতেন তাঁরা। সময় এগিয়েছে। মানসিকতার কিন্তু বদল ঘটেনি। এখন ক্যানসার নিয়ে একই ছুতমার্গ কোথাও কোথাও। আনন্দবাজার ডট কমের কাছে ক্ষোভ উগরে দিলেন চন্দন সেন।

মঞ্চাভিনয়ের পাশাপাশি চন্দন পর্দার অভিনেতাও। ‘অশোকনগর নাট্য আনন’ তাঁর সংগঠন। “জানেন, আমার এই সংগঠনে দু’জন অভিনেত্রী আছেন যাঁরা ক্যানসার আক্রান্ত। সেই কারণে তাঁরা তাঁদের পাড়ায় ব্রাত্য। বিয়েবাড়ি-সহ কোনও অনুষ্ঠানের আমন্ত্রণ পান না। পড়শিরা রীতিমতো এড়িয়ে চলেন তাঁদের! তাঁরা নিজেদের রোগ লুকোতে বাধ্য হন।” এখানেই শেষ নয়। ঘরে-বাইরে তাঁরা অস্পৃশ্য! আক্রান্তদের ছোঁয়া বাঁচাতে দূরত্ব বজায় রাখেন বাকিরা। তাঁদের দাবি, ক্যানসার নাকি ছোঁয়াচে!

চন্দন নিজেও ক্যানসার আক্রান্ত। নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হয় তাঁকে। তার পরেও তিনি অভিনয়ে অনায়াস। রোগ তাঁর মনের জোর কেড়ে নিতে নিতে পারেনি। সেই জায়গা থেকে নিজের নাট্যদলের সদস্যদের সঙ্গে এই আচরণ ব্যথা দেয় চন্দনকে। তিনি বলেন, “আমি ভাগ্যবান। আমার সঙ্গে এ রকম কিছু ঘটেনি। কিন্তু হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে নিম্ন মধ্যবিত্ত রোগীদের দেখেছি, কী দুর্ব্যবহার পান তাঁরা।” তাই সচেতনতা বাড়াতে ক্যানসার বিশেষজ্ঞ সুবীর গঙ্গোপাধ্যায় এবং সৌরভ দত্তের উদ্যোগে চন্দনের নাট্য সংস্থা ‘নাট্য আনন’ ১২ জুলাই, শনিবার, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে চারটি নাটক মঞ্চস্থ করবে।

প্রত্যেকটি নাটকের অভিনেতারা ক্যানসার আক্রান্ত। চন্দন আরও জানান, সচেতনতা ছড়ানোর পাশাপাশি নিজেদের ফুসফুসে টাটকা অক্সিজ়েন ভরে নিতেও এই পদক্ষেপ তাঁর। “আমরা ব্রাত্য নই। বাকিদের মতো আমরাও সব পারি, এখনও আমাদের অনেক কিছু দেওয়ার আছে— এই বিশ্বাস আশপাশের মানুষদের পাশাপাশি নিজেদেরও জানাতে চাই। যাতে আমাদের আত্মবিশ্বাস বাড়ে”, মনে করেন তিনি।

কী কী নাটক মঞ্চস্থ করবেন, কারা অভিনয় করছেন? জবাবে নাট্য পরিচালক-অভিনেতার জবাব, “অনুষ্ঠান শুরু হবে ‘আর্য-অনার্য’ দিয়ে। অভিনয়ে ফাল্গুনী চট্টোপাধ্যায়, মাসুদ আখতার। তালিকায় ‘নূতন অবতার’, ‘অরসিকের স্বর্গপ্রাপ্তি’, ‘স্বর্গীয় প্রহসন’-এর মতো নাটক।” শহরের পর জেলা স্তরেও এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার কথা ভাবছেন চন্দন এবং দুই চিকিৎসক। “সে ক্ষেত্রে, জেলা স্তরে ক্যানসার আক্রান্তদের আমরা অভিনয়ে যুক্ত করার চেষ্টা করব”, বক্তব্য অভিনেতা-নাট্য পরিচালকের।

Cancer Chandan Sen Phalguni Chatterjee Masood Akhtar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy