Advertisement
০২ মে ২০২৪
Entertainment News

নতুন অ্যালবামের প্রস্তুতি শুরু ‘চন্দ্রবিন্দু’র

২০১২-এ মুক্তি পেয়েছিল ‘চন্দ্রবিন্দু’র ন’নম্বর অ্যালবাম ‘নয়’। এ বার দশ নম্বর অ্যালবামের প্রস্তুতি শুরু হয়েছে।

‘চন্দ্রবিন্দু’র দুই সদস্য উপল এবং অনিন্দ্য।

‘চন্দ্রবিন্দু’র দুই সদস্য উপল এবং অনিন্দ্য।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ১২:০৯
Share: Save:

‘প্রধানমন্ত্রী প্লিজ, আমাকে একটা মেয়ে দেখে দিন…।’ প্রধানমন্ত্রীর কাছে এ হেন আর্জি জানিয়েছে ‘চন্দ্রবিন্দু’। বহু অনুষ্ঠানে ‘চন্দ্রবিন্দু’র এই গান শুনেছেন দর্শক। এ বার সেই গানটাই অ্যালবাম বন্দি হতে চলেছে। অর্থাত্ বেশ কয়েক বছর পরে নতুন অ্যালবমের তোড়জোড় শুরু করেছেন ‘চন্দ্রবিন্দু’র সদস্যরা।

২০১২-এ মুক্তি পেয়েছিল ‘চন্দ্রবিন্দু’র ন’নম্বর অ্যালবাম ‘নয়’। এ বার দশ নম্বর অ্যালবামের প্রস্তুতি শুরু হয়েছে। ‘চন্দ্রবিন্দু’র তরফে অনিন্দ্য চট্টোপাধ্যায় বললেন, ‘‘আমাদের রেকর্ডিং শুরু হয়েছে। প্রধানমন্ত্রী প্লিজ… গানটা রেকর্ড হয়েছে। এটা আমাদের দশ নম্বর অ্যালবাম। দশটা গানই থাকবে। পুরনো চন্দ্রবিন্দুর মেজাজ, সেই মজাটা থাকবে।’’

বাংলা ব্যান্ডের তালিকায় ‘চন্দ্রবিন্দু’র সাফল্য সাধারণত প্রশ্নের মুখে পড়ে না। কিন্তু ধাক্কা খেয়েছিল ‘নয়’। অন্যান্য অ্যালবামের মতো তেমন সাফল্য আসেনি। সে কারণেই কি পুরনো মেজাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত? অনিন্দ্যর জবাব, ‘‘প্রায় ২১-২২ বছর কাজ করছি আমরা। এখন আর সাফল্যের ব্যখ্যাটা ও ভাবে ভাবি না। এখন এই গানগুলো করতে ইচ্ছে করছে আমাদের। তাই করছি। ‘নয়’ একটু গম্ভীর ছিল। কিন্তু এ বার আগের মজাটা থাকবে।’’

আরও পড়ুন, বয়ফ্রেন্ড অভিমন্যুর সঙ্গে বড় কাজ করব না, বললেন মানালি

এখনও পর্যন্ত নতুন অ্যালবামের কোনও নাম ঠিক করেননি ‘চন্দ্রবিন্দু’র সদস্যরা। তবে চলতি বছরেই মুক্তি পাবে বলে জানালেন অনিন্দ্য।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tollywood Music Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE