Advertisement
২৩ জুন ২০২৪
Chandreyee Ghosh

Chandreyee Ghosh: ওয়েব সিরিজে সাহসী দৃশ্যে চান্দ্রেয়ী, পোস্ট করলেন ট্রেলার

অভিনেত্রীকে এ বার দেখা যাবে ‘অল্ট বালাজি’-র ‘হায় তউবা’ সিরিজে। তারই ট্রেলার ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।

চান্দ্রেয়ী ঘোষ।

চান্দ্রেয়ী ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২১ ২২:৩৮
Share: Save:


চান্দ্রেয়ী ঘোষ। ১৬ বছরের বেশি সময় কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। গুগ্‌ল বলছে ৪০টি বসন্ত পার হয়ে গিয়েছে তাঁর। তবে পর্দায় যেন সেই ছাপটুকুও নেই। ইনস্টাগ্রামের মতোই অভিনয়ের ক্ষেত্রেও আরও খোলামেলা, সাহসী হয়ে উঠেছেন তিনি।

অভিনেত্রীকে এ বার দেখা যাবে ‘অল্ট বালাজি’-র ‘হায় তউবা’ সিরিজে। তারই ট্রেলার ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। ১ মিনিট ৫৮ সেকেন্ডের ট্রেলারে প্রতিটি স্তরে সমকামীতা, যৌনতা। সেখানেই কয়েক মুহূর্তের জন্য দেখা গিয়েছে চান্দ্রেয়ীকে। খোলামেলা দৃশ্য এবং পোশাকে সাবলীল অভিনেত্রী। চান্দ্রেয়ী ছাড়াও এই সিরিজে দেখা যাবে আরও দুই অভিনেত্রীকে। তিনি অঙ্কিতা চক্রবর্তী এবং বিবৃতি চট্টোপাধ্যায়।

সম্পর্কের টানাপড়েন এবং ওঠাপড়া নিয়ে বোনা এই গল্পে দুই বাঙালি নায়িকা নজর কেড়েছেন বিশেষ ভাবে। এ ছাড়াও দেখা যাবে গৌতম ভিগ, তপন সিংহ, অক্ষিতা অগ্নিহোত্রী, পূর্তি আর্যর মতো নতুন মুখদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tollywood Actress Chandreyee Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE