Childhood picture of Deepika Padukone on her mother’s lap dgtl
বিখ্যাত বলিউড অভিনেত্রীর ছোটবেলার ছবি, চিনতে পারছেন তাঁকে?
এই অবকাশে জনপ্রিয় এক বলিউড অভিনেত্রীর ছোটবেলার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২০ ১৩:৩৯
কোন বলিউড অভিনেত্রীর ছোটবেলার ছবি বলতে পারবেন? ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
লকডাউনের আবহে নিজেদের ঘরবন্দি করে রেখেছেন বলিউড সেলিব্রিটিরা। কিন্তু ঘরবন্দি অবস্থায় কী করছেন, তাঁরা সেই সব ছবি-ভিডিয়ো পোস্ট করছেন সোশ্যাল মিডিয়া। তা নিয়ে আলোচনায় মাতছেন তাঁদের ভক্তরা।
এই অবকাশে জনপ্রিয় এক বলিউড অভিনেত্রীর ছোটবেলার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে মায়ের কোলে বসে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। মায়ের কোলে বসে ‘ফোকলা’ দাঁতে হাসছেন তিনি। ছোট্ট মেয়ের সেই মিষ্টি হাসিতে মজেছেন নেটাগরিকরা। সেই ছবির পোস্টে হরেক রকম মন্তব্য করছেন তাঁরা।
ছোটবেলার ছবির এই ‘পদ্মাবতী’র নায়িকা, রণবীর পত্নী দীপিকা পাড়ুকোনের। মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে সেই ছবিতে বসে তিনি। দেখুন সেই পোস্ট—
লকডাউনে ঘরবন্দি রয়েছে বলিউডের এই হাই প্রোফাইল দম্পতি দীপিকা-রণবীর। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দীপিকার একটি ছবি পোস্ট করেছিলেন রণবীর। দেখুন সেই ছবি—