তেলুগু সুপারস্টার বটে, কিন্তু হিন্দি, তামিল এবং কন্নড় ছবিতেও একই ভাবে নিজের রাজত্ব চালিয়েছেন তিনি। চিরঞ্জিবী কোনিডেলা। সেই চিরঞ্জিবীর সঙ্গে ‘আচার্য’ ছবিতে অভিনয় করেছেন বাংলার নায়ক যিশু সেনগুপ্ত। ছবিটি মুক্তি পেতে দেরি আছে বটে, কিন্তু দুই নায়কের সুসম্পর্কের প্রমাণ মিলল রবিবারই।
রবিবার যিশুর আগামী ছবি ‘বাবা বেবি ও’-র ট্রেলার মুক্তি পেয়েছে। যিশু-শোলাঙ্কি রায়ের প্রেম-অপ্রেমের পাশাপাশি দুই সন্তানের সঙ্গে ‘সিঙ্গল ফাদার’ যিশুর রসায়নও মজাদার। আর সে কথা লিখেই নতুন সহ-অভিনেতার ছবির প্রচার করলেন দক্ষিণী তারকা।