Advertisement
E-Paper

ভিড়ের মধ্যে সমস্যায় অনুরাগী! নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গান থামিয়ে কী করলেন ‘কোল্ডপ্লে’র ক্রিস?

‘কোল্ডপ্লে’-র প্রধান গায়ক ক্রিস মার্টিন মুগ্ধ করলেন তাঁর ব্যবহারে। অনুষ্ঠান তখন প্রায় শেষের পথে। ‘মাই ইউনিভার্স’ গানটি শুরু করছে ব্রিটিশ ব্যান্ড। শুরু হওয়ার সঙ্গে সঙ্গে থেমে গেলেন ক্রিস।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১২:৫৫
Coldplay front man paused while singing just to check if a fan is feeling alright

গাইতে গাইতে হঠাৎ থামেন ক্রিস মার্টিন। ছবি: সংগৃহীত।

ভারতে ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠান পর্বের সমাপ্তি হল রবিবার। প্রথমে শুধু মুম্বই শহরে অনুষ্ঠানের কথা ঘোষণা হয়েছিল। কিন্তু অনুরাগীদের উত্তেজনা দেখে মুম্বই ও অহমেদাবাদ মিলিয়ে পাঁচটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ অনুষ্ঠানটি ছিল অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলেন লক্ষ লক্ষ মানুষ। সুরের মূর্ছনায় ভাসলেন তাঁরা। গানের সঙ্গে আলোর খেলাতেও ভেসে চললেন তাঁরা। গানের কথার সঙ্গে মিলিয়ে কখনও লাল, কখনও বা নীল রঙে ভরে উঠল স্টেডিয়াম। ঠিক ‘কোল্ডপ্লে’-র গানের পংক্তি ‘লাইটস উইল গাইড ইউ হোম, অ্যান্ড ইগনাইট ইয়োর বোনস্‌’। অপলক দৃষ্টিতে সেই মুহূর্ত ওটিটি-তেও উপভোগ করলেন বাকি অনুরাগীরা।

তবে এই সবের মধ্যে ‘কোল্ডপ্লে’-র মূল শিল্পী ক্রিস মার্টিন মুগ্ধ করলেন তাঁর ব্যবহারে। অনুষ্ঠান তখন প্রায় শেষের পথে। ‘মাই ইউনিভার্স’ গানটি শুরু করছে ব্রিটিশ ব্যান্ড। শুরু হওয়ার সঙ্গে সঙ্গে থেমে গেলেন ক্রিস। মঞ্চ থেকেই তাঁর চোখে পড়ল, এক অনুরাগী শ্রোতাদর্শকের অবস্থা মোটেই ভাল নয়। ভিড়ের চাপে অতিষ্ঠ অনুরাগী। এই দেখে চুপ থাকেননি ক্রিস। নিজেই জিজ্ঞেস করেন, তিনি ঠিক আছেন কি না। আশপাশের মানুষকে অনুরোধ করেন একটু জায়গা করে দেওয়ার।

সব ঠিক হলে, ফের শুরু থেকে ধরেন ‘মাই ইউনিভার্স’ গানটি। শুধু গান নয়। ‘কোল্ডপ্লে’-র অনুষ্ঠান যেন এক আবহ তৈরি করে দেয়। গানের কথায় বাস্তবতা থাকলেও, সুর ও বাদ্যযন্ত্রের মেলবন্ধন যেন এক অন্য জগতে নিয়ে যায় অনুরাগীদের। তাঁদের গানের পংক্তি ব্যবহার করেই বলা যায় ‘কল ইট ম্যাজিক, কল ইট ট্রু’। ‘কোল্ডপ্লে’ এ দিন অনুষ্ঠান শেষ করে তাঁদের অন্যতম জনপ্রিয় গান ‘স্কাই ফুল অফ স্টারস’ গেয়ে। অনুষ্ঠানের শেষ হলেও এর রেশ থেকে যাবে সারা জীবন। মনে করছেন অনুরাগীরা।

Coldplay Chris Martin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy