Advertisement
০৩ ডিসেম্বর ২০২২

‘পেটা’র সঙ্গে কপিলের পরিবার

বর্তমানে টেলিভিশন জগতের এক জনপ্রিয় অনুষ্ঠান ‘কমেডি নাইটস উইথ কপিল’। কপিল শর্মা ও তাঁর পরিবারের সঙ্গে প্রত্যেক সপ্তাহে দেখা করতে আসেন বিভিন্ন সেলেবরা। সিনেমার জগৎ, খেলার মাঠ, টেলিভিশন চ্যানেল— বাদ যায় না কোনও দিকই! এ বার কপিল ও তাঁর পরিবার হাত মেলাচ্ছে ‘পেটা’ সংস্থার সঙ্গে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ০০:০৫
Share: Save:

বর্তমানে টেলিভিশন জগতের এক জনপ্রিয় অনুষ্ঠান ‘কমেডি নাইটস উইথ কপিল’। কপিল শর্মা ও তাঁর পরিবারের সঙ্গে প্রত্যেক সপ্তাহে দেখা করতে আসেন বিভিন্ন সেলেবরা। সিনেমার জগৎ, খেলার মাঠ, টেলিভিশন চ্যানেল— বাদ যায় না কোনও দিকই! এ বার কপিল ও তাঁর পরিবার হাত মেলাচ্ছে ‘পেটা’ সংস্থার সঙ্গে।

‘ডগ ব্লেস দিস ফ্যামেলি’— এই শিরোনামে একটি বিজ্ঞাপন প্রস্তুত করা হয়েছে পেটার ভারতীয় শাখা থেকে। বার্তা— কুকুর বা বেড়াল না কিনে রাস্তা বা রেসক্যু সেন্টার থেকে নিয়ে পোষা। কপিলের পরিবারের বাকি সদস্যরাও এক কথায় এগিয়ে এসেছে এই প্রচার অভিযানে। সুমনা চক্রবর্তী, আলি আসগর, সুনীল গ্রোভার, কিকু সারদা— বাদ পড়েননি কেউই। কপিলের নিজের এমনই একটি পোষ্য আছে, নাম তার জঞ্জির। অবসরপ্রাপ্ত জঞ্জির এক সময় পুলিশ ফোর্সে কর্মরত ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.