দশ বছর পূর্ণ হয়ে গেল অনুরাগ কাশ্যপ পরিচালিত এবং অভয় দেওল অভিনীত বলিউডের মোড় ঘোরানো সিনেমা ‘দেব.ডি’র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বহুল চর্চিত উপন্যাস ‘দেবদাস’-এর গল্প কেন আধুনিক মোড়কে ফেলা হল, সেই ব্যাপারেই সোশ্যাল মিডিয়ায় খোলসা করে কথা বললেন মুখ্য চরিত্রে অভিনয় করা অভয় দেওল। মূলত নারী স্বাধীনতা ও নারীর ক্ষমতায়নকে ফুটিয়ে তুলতেই দেবদাসের এই আধুনিক অবতারের অবতারণা করা হয়েছিল বলে ইনস্টাগ্রামে লিখেছেন অভয়।
অভয়ের এই পোস্টের প্রেক্ষিতেই এই সিনেমার সঙ্গে জড়িত তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন এক তরুণী। সেই তরুনীর অভিজ্ঞতার গল্পই এখন নেট দুনিয়ায় চর্চার বিষয়। এই তরুণী বলেছেন যে, ১০ বছর আগে তাঁর বাবা ঠিক করেছিলেন যে পুরো পরিবারকে নিয়ে সিনেমা দেখতে যাবেন। তাঁরা সবাই মিলে দেখতে যান ‘দেব.ডি’ সিনেমাটি। সেই সময় সেই তরুণী কলেজে পড়তেন বলে জানিয়েছেন। তিনি লিখেছেন যে, তিনি তাঁর পরিবারকে জানিয়েছিলেন যে সিনেমাটি ‘অ্যাডাল্ট’ তকমা প্রাপ্ত। কিন্তু মেয়েটির বাবা তখন খুব সহজভাবেই বলেছিলেন যে, “এইটুকু তো আজকাল চলে।”
কিন্তু সিনেমা হলে ঢুকতে দেরি হয়েছিল তাদের। এবং সিনেমা হলে ঢুকেই অভিনেত্রী মাহি গিলের সঙ্গে অভয়ের একটি অন্তরঙ্গ দৃশ্য চলাকালীন অস্বস্তিতে পড়েন তাঁরা। এর পর যতক্ষণ সিনেমা চলেছিল, ততক্ষণ সেই তরুণীর মা তাঁর স্বামীর দিকে অত্যন্ত রাগত মুখে তাকিয়ে ছিলেন।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ সোনু, হাসপাতাল থেকে কী বললেন অনুরাগীদের
সেই তরুণীর এই কমেন্টের উত্তর দিয়েছেন অভয়ও। অভয় লিখেছেন যে, ‘আশা করা যায় তোমার মা এখন অন্তত তোমার বাবাকে ক্ষমা করে দিয়েছেন!’