আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রবল জ্বর, পেটের সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সোমবার ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছিলেন, মূত্রনালীতে সংক্রমণ থেকেই জ্বর তাঁর। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়। মঙ্গলবার আগের তুলনায় অনেকটাই সুস্থ সুরকার-পরিচালক। এ দিন তিনি অল্প হেঁটেছেন। জ্বর আগের তুলনায় কম। আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গ। ইন্দ্রদীপের কথায়, “আগের তুলনায় ভাল আছি। চিকিৎসকেরা জানিয়েছেন, পরিস্থিতি বুঝে বৃহস্পতি অথবা শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারি।”
সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘গৃহপ্রবেশ’। ছবিটি বক্সঅফিসে ভাল ফল করেছে। এমন ইতিবাচক পরিস্থিতিতে হঠাৎ কী করে অসুস্থ হয়ে পড়লেন? পরিচালকের কথায়, “নিজেও বুঝতে পারছি না। রোজ আড়াই থেকে তিন লিটার জল খাই। সম্ভবত শৌচালয় থেকেই সংক্রমণ ছড়িয়েছে।” অসুস্থতার মধ্যেই ফোনে ছবির ব্যবসা, দর্শক উপস্থিতি নিয়ে খবরাখবর নিচ্ছেন তিনি।
আরও পড়ুন:
১৩ জুন মুক্তি পেয়েছে ছবিটি। খবর, ২৫ জুন কোটির ক্লাবে পা রেখেছে। ইন্দ্রদীপ স্বাভাবিক ভাবেই উৎফুল্ল। পাশাপাশি অল্প চাপও অনুভব করছেন। “ভাল রেডাল্ট করা মানে বাড়তি দায়িত্ব কাঁধে চাপা। প্রত্যেক বার এ রকম ভাল ছবি বানাব, দর্শকেরা এ বার সে রকমই আশা হয়তো করবেন আমার থেকে।” ছবিতে এই প্রথম শুভশ্রী গঙ্গোপাধ্যায়-জীতু কমল জুটি বেঁধেছেন। রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, স্নেহা চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা।
ছবির গল্প না এক ঝাঁক অভিনেতা, কোনটা দর্শককে বসিয়ে রেখেছে? প্রশ্ন ছিল ছবির পরিবেশক পঙ্কজ লাডিয়াকে। তাঁর কথায়, “পারিবারিক গল্প, তারকা অভিনেতাদের সঙ্গে ছবির গানও হিট। সবটাই প্রভাব ফেলেছে দর্শকমনে। তাই ছবির এত ভাল ব্যবসা।”