সেলেব্রিটি হোক বা সাধারণ মানুষ, রোগের হাত থেকে কারও নিস্তার নেই। গত চার মাস ধরে বিশ্বজুড়ে করোনাভাইরাস যে প্রলয়নৃত্য শুরু করেছে, তার কবলে এ বার বলিউড-টলিউডের সেলেব্রিটিরা। শনিবার টুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অমিতাভ বচ্চন। ওই রাতে করোনা-পজ়িটিভ বলে টুইট করেছেন মডেল-অভিনেত্রী রেচেল হোয়াইট। কোয়েল মল্লিক, তাঁর বাবা-মা ও স্বামী নিসপাল সিংহের করোনা আক্রান্ত হওয়ার খবর জানা গিয়েছিল শুক্রবার।
করোনাভাইরাসের ক্ষেত্রে উপসর্গহীন বহনকারীর দৃষ্টান্ত দিনে দিনে বেড়েছে। কোয়েল, তাঁর বাবা ও মায়ের উদাহরণটি তেমনই। সে ক্ষেত্রে রিপোর্ট হাতে না আসা পর্যন্ত রোগীর পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু সেলেব্রিটিরা যে ভাবে করোনার বিরুদ্ধে সতর্কতামূলক প্রচার চালিয়েছেন, ব্যক্তিজীবনে কি তাঁরা তা আদৌ পালন করছেন? টলিউডের কয়েকটি ঘটনা অবশ্য তা বলছে না।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, নেটফ্লিক্স ছবি ‘বুলবুল’-এর ‘সাকসেস পার্টি’ নিজের বাড়িতে দিয়েছিলেন পাওলি দাম। যদিও সেখানে পাওলির পরিবারের লোকজনই বেশি ছিলেন বলে শোনা গিয়েছে। ইন্ডাস্ট্রির দু’-তিনজনই ওই পার্টিতে উপস্থিত ছিলেন। এই বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। এক বন্ধুর জন্মদিন সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন রুদ্রনীল ঘোষ। মাস্ক বা ফেসশিল্ড থাকলেও এই জমায়েত কি করার কথা?