Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus

বলিউডের পরিস্থিতি প্রসঙ্গে অনুরাগ-সুজিত

অনুরাগের ছবি ‘লুডো’ মুক্তি পাওয়ার কথা ছিল ২৪ এপ্রিল।

অনুরাগ-সুজিত

অনুরাগ-সুজিত

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ০১:১৬
Share: Save:

সানি দেওলের ছবির সেই সংলাপের মতোই অবস্থা! ‘তারিখ পে তারিখ’... লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে করা হয়েছে। কিন্তু ওই দিন কি সত্যিই লকডাউন উঠবে? কেউ জানে না। প্রধানমন্ত্রীর লকডাউনের সমর্থনে বলিউডের সেলেবরা যতই ঘাড় হেলান, ইন্ডাস্ট্রির অর্থনৈতিক পরিস্থিতি তাঁদের সকলকেই ভাবাচ্ছে। পরিচালক অনুরাগ বসু যেমন বলেই ফেললেন, প্রি-করোনা আর পোস্ট-করোনা এই দুই পর্যায়ে এখন ইন্ডাস্ট্রি ভাগ হয়ে গিয়েছে। অনুরাগের মতে, ‘‘ওটিটি প্ল্যাটফর্মের জেরে এমনিতেই সাধারণ দর্শক হলে গিয়ে কম ছবি দেখছেন। লকডাউনে তো তাঁরা আরও বেশি বাড়িতে বসে সিনেমা দেখায় অভ্যস্ত হয়ে গেলেন। তাঁদের পছন্দ-অপছন্দও হয়তো বদলে গিয়েছে। আমাদেরও গল্প বলার ধরন বদলাতে হবে।’’

অনুরাগের ছবি ‘লুডো’ মুক্তি পাওয়ার কথা ছিল ২৪ এপ্রিল। সে ছবিতে অভিষেক বচ্চন, রাজকুমার রাওয়েরা আছেন। এখন ছবিটি কবে মুক্তি পাবে, কেউ জানে না। ‘‘ছবির রিলিজ় নিয়ে এখন প্রযোজকেরা নিজেদের মধ্যে লড়াই করুন, এটা আমি চাই না,’’ বক্তব্য অনুরাগের।

বলিউডের আর এক বাঙালি পরিচালক সুজিত সরকার এখন ছবির রিলিজ় ডেট নিয়ে ভাবছেনই না। অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত তাঁর ‘গুলাবো সিতাবো’ ছবিটি মুক্তির অপেক্ষায়। ভিকি কৌশল অভিনীত ‘উধম সিং’-এর কাজ এখনও বাকি। ‘‘এই পরিস্থিতিতে কবে ছবি রিলিজ় করবে, আমি ফের কবে নতুন প্রজেক্ট শুরু করব, এ সব নিয়ে একেবারেই চিন্তা করছি না। করোনা মহামারির মতো পরিস্থিতিতে আমরা কেউ কখনও পড়িনি। ছবি রিলিজ়ের চিন্তাগুলো এখন স্বার্থপরের মতো শোনাচ্ছে,’’ বলছেন সুজিত।

আরও পড়ুন: মমতার ভাবনায়, করোনা সচেতনা বাড়াতে বাড়ি বসেই শর্টফিল্ম টলিউডের

ইন্ডাস্ট্রি স্তব্ধ থাকা মানে বহু লোকের রুজি রোজগার বন্ধ। ডেলি ওয়েজ কর্মীদের পাশে সকলে দাঁড়ালেও, তা কি তাঁদের জন্য যথেষ্ট? আগামী দিনে সিনেমায় বিনিয়োগের পরিমাণ কমার সম্ভাবনা প্রবল। ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখার ফলে দর্শককে হলমুখী করাটাই বড় চ্যালেঞ্জ। যে কথা কিছু দিন আগে তুলেছিলেন ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর পরিচালক আদিত্য ধর। তাঁর দাওয়াই ছিল, বড় ক্যানভাসের, বড় বাজেটের ছবি করলে দর্শক নিশ্চয়ই হলে যাবেন। কিন্তু এই পরিস্থিতিতে বড় বাজেটেই প্রশ্নচিহ্ন। অনুরাগ যেমন বলছেন, ‘‘আমাদের ভেবেচিন্তে গল্প বাছতে হবে। কারণ আগামী দিনে ছবির বাজেট কেমন হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।’’

আরও পড়ুন: লকডাউনে স্ত্রী বিদীপ্তার কাছে অদ্ভুত আবদার বিরসার

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE