‘একেবারে অন্য অভিজ্ঞতা’, করোনা-যুদ্ধে অভিবাদন দিয়ে বলছে টলিউড
সাউথ সিটির ফ্ল্যাট থেকে হাততালি দিলেন দেব-ও। এক অন্যরকমের বিকেল দেখল শহর কলকাতা তথা সারা ভারত। করোনার হানা যে এ ভাবে একটা গোটা দেশকে হঠাৎ করেই এক সুতোয় গেঁথে ফেলতে পারে, তা হয়তো আগে থেকে আন্দাজ করতে পারেননি কেউই।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মার্চ ২০২০ ২০:১৭
হাততালি দিচ্ছেন শুভশ্রী এবং শাঁখ বাজাচ্ছেন টোটা।
বিকেল পাঁচটা বাজতেই শুভশ্রীর হাই-রাইজের চতুর্দিক মুখর হয়ে উঠল ঘণ্টা-কাঁসর আর শাঁখের আওয়াজে। হাততালি দিয়ে উঠলেন অভিনেত্রী। নিজের ব্যালকনি থেকে শাঁখ বাজালেন অভিনেতা টোটা রায়চৌধুরী।
সাউথ সিটির ফ্ল্যাট থেকে হাততালি দিলেন দেব-ও। এক অন্যরকমের বিকেল দেখল শহর কলকাতা তথা সারা ভারত। করোনার হানা যে এ ভাবে একটা গোটা দেশকে হঠাৎ করেই এক সুতোয় গেঁথে ফেলতে পারে, তা হয়তো আগে থেকে আন্দাজ করতে পারেননি কেউই।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, এই সঙ্কটময় পরিস্থিতিতে যাঁরা দেশের সেবা করে চলেছেন, রবিবার, বিকেল ৫টায় ঘণ্টা বাজিয়ে, হাততালি দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। সে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল, মিম-ও হয়েছিল অনেক। যদিও এই সিদ্ধান্তকে সমর্থনও জানিয়েছিলেন অনেকেই।
রবিবার, শহরের বুকে রোদের আলো কমে আসতেই এক অন্য চেহারা নিল কলকাতা। পাড়ার মা কাকিমা থেকে সেলেব-এই দুঃসময়ে নিরন্তর খেটে চলা মানুষগুলোর জন্য কোথাও গিয়ে এক হয়ে গেলেন সবাই।