স্মৃতি খন্না আর গৌতম গুপ্ত এই লকডাউনে কন্যা সন্তানের জন্ম দিলেন। স্মৃতি ইন্সটাগ্রামে লিখেছেন, “আমাদের রাজকন্যা এসেছেন ১৫.০৪.২০২০”। দিয়া মির্জা থেকে মৌনী রায় বলি সেলেবরা এই পোস্টের তলায় অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন। দিয়া মির্জা লিখেছেন, "খুব শিগগিরি বেবিকে দেখতে চাই"।
“মেরি আসিকি তুমসে হি” অভিনেত্রী স্মৃতি খন্না অনেকেরই হার্টথ্রব। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় স্মৃতি। সম্প্রতি তাঁর স্বামী গৌতমের জন্মদিনে লিখেছিলেন তিনি, "এবছর লকডাউনের মধ্যেই স্বামীর জন্মদিন। তাই অন্যান্য বারের থেকে এবারের জন্মদিন নিশ্চয়ই আলাদা। কারণ মা হতে চলেছি।"
আরও পড়ুন: ‘রোমে যাওয়ার প্ল্যানটাই ভেস্তে গেল’
আরও পড়ুন: ১৫ সংখ্যাটি শিল্পা শেট্টির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কেন জানেন?
এরপর তিনি লেখেন, গৌতমের স্ত্রী হতে পেরে খুবই গর্বিত তিনি। এখন দুজনে সন্তানের মা-বাবা হওয়ার অপেক্ষায় আছেন। হয়ত সেটাই তাঁর জন্মদিনের উপহার। যে কোনওদিনই তাঁদের সন্তান আসতে পারে। সঙ্গে দিয়েছেন ফিডিং বোতলের ইমোজি। এই পোস্ট ভাইরাল হয়।