‘কৃষ্ণকলি’ তাঁকে দু-দুটো ‘বউ’ উপহার দিয়েছে। ‘শ্যামা’ আর ‘আম্রপালি’-কে পেয়ে ‘নিখিল’ সারাক্ষণ যেন টগবগিয়ে ফুটছেন।কিন্তুজানেন কি, বাস্তবেওতিনি একই ভাবে পর্দার নায়িকা আর বাস্তবের প্রেমিকাকে সামলাচ্ছেন?
‘নিখিল’ ওরফে নীল ভট্টাচার্যের ইনস্টাগ্রাম পেজ তার জ্বলন্ত উদাহরণ। সেখানে শেয়ার করা একটি ভিডিয়োয় প্রথমে তিনি পর্দার অবতারে। তারপরেই হাতের ছোঁয়ায় চুল এলোমেলো করে ‘নটি লুক’ আনতেই ম্যাজিক! তাঁর দু’পাশে অনস্ক্রিন স্ত্রী ‘শ্যামা’ তিয়াসা আর রিয়েল লাইফ প্রেমিকা তৃণা সাহা।
স্টাইল সেগমেন্টে তিনজনেই উত্তাপ ছড়িয়েছেন। চোখে ‘কালা চশমা’। তিয়াসা স্কিনি জিন্স, টপ, শ্রাগে স্মার্ট। তৃণা তপ্ত চেরি রেড ড্রেসে। মধ্যমণি ‘নিখিল’ জ্যাকেট, ডেনিম, টি-শার্টে ‘কুল’। পোশাক, অ্যাটিটিউডের সঙ্গে তাল মিলিয়ে ব্যাকগ্রাউন্ড স্কোর ওয়েস্টার্ন মিউজিক।