Advertisement
২৯ সেপ্টেম্বর ২০২৩
Entertainment News

গাড়িসমেত ডাল লেকে হুড়মুড়িয়ে পড়লেন ‘দঙ্গল’-এর জাইরা

কাশ্মীরি অভিনেত্রী জাইরা প্রথম লাইমলাইটে আসেন নীতিশ তিওয়ারির ‘দঙ্গল’-এ। সেরা সহ অভিনেত্রীর পুরস্কারও পান তিনি। যদিও এই দুর্ঘটনা নিয়ে জাইরা এখনও পর্যন্ত কিছু বলেননি। কিন্তু, খবর ছড়ানোর পরই চিন্তায় রয়েছেন তাঁর ভক্তরা।

‘দঙ্গল’-এর একটি দৃশ্যে জাইরা ওয়াসিম।ছবি: ইউটিউবের সৌজন্যে।

‘দঙ্গল’-এর একটি দৃশ্যে জাইরা ওয়াসিম।ছবি: ইউটিউবের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ জুন ২০১৭ ১৫:৫৭
Share: Save:

গাড়ি দুর্ঘটনার কবলে ‘দঙ্গল’খ্যাত জাইরা ওয়াসিম। সূত্রের খবর, শ্রীনগরের বোলভার্ড রোড দিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জাইরার গাড়ির চালক। সেই গাড়ি সোজা গিয়ে পড়ে ডাল লেকের জলে। গাড়িতে জাইরার সঙ্গে ছিলেন তাঁর বন্ধু আরিফ আহমেদ। গত বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। অক্ষত অবস্থায় জাইরাকে উদ্ধার করা হলেও তাঁর বন্ধুর চোট লেগেছে বলে খবর।

আরও পড়ুন, ‘ময়ূর বিচারপতি’কে ‘ঠোক্কর’ টুইঙ্কলের

দুর্ঘটনার পর স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ডাল লেক থেকে খুব দ্রুত জাইরা ও তাঁর বন্ধুকে উদ্ধার করা হয়। জাইরার তেমন চোট লাগেনি। কিন্তু তাঁর বন্ধুর বেশ কয়েক জায়গায় চোট ছিল।’’

কাশ্মীরি অভিনেত্রী জাইরা প্রথম লাইমলাইটে আসেন নীতিশ তিওয়ারির ‘দঙ্গল’-এ। সেরা সহ অভিনেত্রীর পুরস্কারও পান তিনি। যদিও এই দুর্ঘটনা নিয়ে জাইরা এখনও পর্যন্ত কিছু বলেননি। কিন্তু, খবর ছড়ানোর পরই চিন্তায় রয়েছেন তাঁর ভক্তরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE