আজীবন তাঁর নামের পাশে তকমা, ‘কী মিষ্টি’! এই প্রথম তিনি উষ্ণ, ঝাঁঝালো। এই প্রথম দর্শনা বণিক আইটেম গার্ল!
কালো লেসের পোশাকে বাঁধভাঙা যৌবন। লেসের ব্লাউজ, ঘাঘরা পরনে। ও ভাবেই তিনি অনুরাগীদের ঘুম কাড়তে আসছেন ‘ভয় পেও না’ ছবিতে। ওম সাহানির সঙ্গে আইটেম গানে অংশ নিয়েছেন। ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের দাবি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের থেকে ওমকে কেড়ে নিতে নাকি মরিয়া দর্শনা।