Advertisement
E-Paper

দীপিকার ‘নারীবাদ’ নিয়ে বঙ্গার কটাক্ষ! এ বার ‘নারীবিদ্বেষী’ পরিচালককে পাল্টা দিলেন নায়িকা

প্রথমেই অভিনেত্রী শর্ত রাখেন, দিনে আট ঘণ্টার বেশি শুটিং তিনি করবেন না। সেই সঙ্গে ২০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন তিনি। এই দাবির জন্যই বাদ পড়তে হয়েছে বলিউডের প্রথম সারির অভিনেত্রীকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৩:২৮
Deepika Padukone gives a befitted reply to Sandeep Reddy Vanga without mentioning his name

সন্দীপ রেড্ডিকে পাল্টা দিলেন দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

‘স্পিরিট’ ছবিকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। বড় অঙ্কের পারিশ্রমিক চাওয়া এবং ঘড়ি ধরে আট ঘণ্টা কাজ করতে চেয়েছেন বলে ছবি থেকে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন। এমনকি এই প্রসঙ্গে অভিনেত্রীকে নারীবাদ নিয়েও খোঁচা দিতে ছাড়েননি ‘নারীবিদ্বেষী’ পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা। এ বার নাম না করে পাল্টা জবাব দিলেন দীপিকাও।

‘স্পিরিট’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল দীপিকার। তবে প্রথমেই অভিনেত্রী শর্ত রাখেন, দিনে আট ঘণ্টার বেশি শুটিং তিনি করবেন না। সেই সঙ্গে ২০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন তিনি। এই দাবির জন্যই নাকি বাদ পড়তে হয়েছে বলিউডের প্রথম সারির অভিনেত্রীকে। এই প্রসঙ্গে নাম না করে বঙ্গা প্রশ্ন তুলেছিলেন, “এটাই কি আপনার নারীবাদের প্রতীক?” প্রশ্ন ওঠে দীপিকার পেশাদারিত্ব নিয়েও।

সম্প্রতি সুইডেনের একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দীপিকা। সেখানে তিনি জানান, যা-ই হয়ে যাক, তিনি সত্যতায় বিশ্বাসী। দীপিকা বলেন, “যখনই আমি কোনও জটিল বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, তখন নিজের মনের অন্তরের কথা শুনে সিদ্ধান্ত নিই। সেই সিদ্ধান্ত অনড় থাকতে পারলেই আমি সবচেয়ে বেশি শান্তি পাই।” দীপিকার এই মন্তব্য সমাজমাধ্যমে ভাইরাল। এর পরেই অনুরাগীদের অনুমান, সন্দীপ রেড্ডি বঙ্গাকেই পরোক্ষ ভাবে খোঁচা দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ‘কবীর সিংহ’, ‘অ্যানিম্যাল’-এর মতো ছবি পরিচালনা করে সমালোচনার শিকার হয়েছেন সন্দীপ রেড্ডি বঙ্গা। ছবিগুলি বক্স অফিসে সাড়া ফেললেও তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি, বঙ্গা ‘নারীবিদ্বেষী’ তকমাও পেয়েছেন। বঙ্গার ছবিতে শক্তিশালী নারীচরিত্র বলতে কেউই নেই। দীপিকার নাম না করে তিনি কটাক্ষ করেন, “যখন আমি একজন অভিনেতাকে গল্প বলি, তখন আমি তাঁকে ১০০ শতাংশ বিশ্বাস করি। আমাদের মধ্যে একটা বিশ্বাস থাকে, সে আমার গল্প অন্য কোথাও ফাঁস করবে না। আপনি যেটা করলেন, তাতে বুঝিয়ে দিলেন, মানুষ হিসেবে কেমন। এটাই কি আপনার নারীবাদের প্রতীক? এক জন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমি আমার শিল্পকলার পিছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছি এবং আমার জন্য, চলচ্চিত্র নির্মাণই সব কিছু। আপনি এটি পাননি। আপনি এটি কখনওই পারবেন না।”

Deepika Padukone Sandeep Reddy Vanga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy