Advertisement
E-Paper

ও আমাকে ভালবাসে, বললেন দীপিকা, কার কথা বললেন নায়িকা?

হলিউড পাড়ি দিয়েছেন আগেই। মাতাচ্ছেন ‘কান’-এর মঞ্চও। এ বার এক হলি স্টারের প্রতি তাঁর ভালবাসার কথা অকপটে স্বীকার করলেন দীপিকা পাড়ুকোন। সেই বিখ্যাত হলিউড তারকা হলেন ভিন ডিজেল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০১৭ ১৪:০৫

হলিউড পাড়ি দিয়েছেন আগেই। মাতাচ্ছেন ‘কান’-এর মঞ্চও। এ বার এক হলি স্টারের প্রতি তাঁর ভালবাসার কথা অকপটে স্বীকার করলেন দীপিকা পাড়ুকোন। সেই বিখ্যাত হলিউড তারকা হলেন ভিন ডিজেল।

‘ট্রিপল এক্স’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছন ভিন ও দীপিকা। তখন থেকে তাঁদের অনস্ক্রিন তো বটেই, অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও জল্পনা শুরু হয় ইন্ডাস্ট্রিতে। এর আগে দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন, ভিনের সন্তানের মা হওয়ার কথা কল্পনা করেন তিনি। এ বার খোলাখুলি জানালেন ভিন তাঁকে ভালবাসেন!

আরও পড়ুন, বেডরুমে এটাও করেন সোনম!

সম্প্রতি কান চলচ্চিত্র উত্সবে এক সাক্ষাত্কারে তাঁকে বলা হয়, “আপনি বোধহয় ভিনকে একটু বেশি ভালবাসেন।” সঙ্গে সঙ্গে প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে দীপিকা বলে ওঠেন, ‘‘এক্সকিউজ মি। ও আমাকে ভালবাসে…। ভিন দুর্দান্ত। আমার দেখা সেরা মানুষ। ওর হৃদয় অনেক বড়, ওর জন্যই আমার এত অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। আমার প্রতিভার ওপর পুরোপুরি বিশ্বাস রয়েছে ওর। ভিন আমার সারা জীবনের বন্ধু।’’

ভিনের সঙ্গে ‘ট্রিপল এক্স’ ছবির প্রচারে দীপিকা।— ফাইল চিত্র।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, হলিউডে যাতে পাকাপাকি ভাবে দীপিকা কেরিয়ার গড়ে তুলতে পারেন তার জন্য ভিন নাকি সব রকম চেষ্টা করছেন। দীপিকার কাছে যে ছবির অফার আসছে, তার চিত্রনাট্য নাকি ভিন নিজে দেখে নিচ্ছেন। যদিও এ নিয়ে মুখ খোলেননি দীপিকা।

কিন্তু বলি মহলের প্রশ্ন, শোনা যায় রণবীর সিংহের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে দীপিকার। ভিনের সঙ্গে এই ঘনিষ্ঠতা তিনি মেনে নেবেন তো?

ভিডিও সৌজন্যে: ফ্রান্স টোয়েন্টি ফোর ইংলিশ।

Deepika Padukone Vin Diesel Cannes Film Festival Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy