Advertisement
E-Paper

ইতালি পৌঁছলেন দীপিকা-রণবীর, কী কী হচ্ছে সেখানে?

শনিবার সকালে পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে মুম্বই ছেড়েছেন এই জুটি। রং মিলিয়ে পোশাক পরে হাসিমুখে ক্যামেরায় পোজও দিয়েছিলেন তাঁরা। ইতালি পৌঁছে দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ হোটেলের ঘরের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১৫:০৭
দীপিকা এবং রণবীর। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

দীপিকা এবং রণবীর। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

হাতে আর মাত্র দু’দিন। বিয়ে করতে ইতালি পৌঁছে গিয়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। আগামী ১৪ এবং ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে হবে এই হাইপ্রোফাইল বিয়ের অনুষ্ঠান। কিন্তু আপাতত ঠিক কী হচ্ছে সেখানে?

শনিবার সকালে পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে মুম্বই ছেড়েছেন এই জুটি। রং মিলিয়ে পোশাক পরে হাসিমুখে ক্যামেরায় পোজও দিয়েছিলেন তাঁরা। ইতালি পৌঁছে দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ হোটেলের ঘরের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

দীপিকার সঙ্গে গিয়েছেন তাঁর হেয়ার স্টাইলিস্ট অমিত ঠাকুর। দুবাই হয়ে মিলানে পৌঁছনোর খবর শেয়ার করেছেন ওয়েব দুনিয়ায়।

আরও পড়ুন, দীপিকা-রণবীরের বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় কারা রয়েছেন জানেন?

দু’সপ্তাহ আগেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে দীপিকার বেঙ্গালুরুর বাড়িতে। বিশেষ পুজোর আয়োজন করেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। রণবীরের গায়ে হলুদের ছবিও প্রকাশ্যে এসেছিল। আগামী ১৩ নভেম্বর ইতালিতে বসবে এই জুটির সঙ্গীতের আসর। দুই পরিবারের রীতি মেনে কন্নড় এবং উত্তর ভারতীয় ঐতিহ্যে তাঁদের বিয়ে হবে বলে খবর।

@deepikapadukone and @ranveersingh are all set to tie the knot on November 14 and 15 at the breathtaking "Villa del Balbianello Lake Como in Italy Credit - @deepikapadukone_arabfc #deepikapadukone #ranveersingh #deepveer #deepveerkishaadi

A post shared by Seeking you (@sharmistha_sees) on

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার পোশাকে বিয়েতে সাজবেন দীপিকা। ইতিমধ্যেই দীপিকার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সব্যসাচী লিখেছেন, ‘দীপিকা, নতুন জার্নি শুরু হচ্ছে। আমার টিমের প্রত্যেকের তরফ থেকে অনেক শুভেচ্ছা...।’

@deepikapadukone @ranveersingh #deepikapadukone #ranveersingh #deepveer #deepveerkishaadi

A post shared by #ladkiwale 💃 (@deepveer_goals) on

ইতালিতে যাওয়ার আগে দীপিকা সাংবাদিকদের বলেন, ‘‘সব মেয়ের মতো বিয়ে আমার জীবনেও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নতুন কোনও সিনেমায় সই করার আগে যতটা উত্তেজিত থাকি, ঠিক তেমনই লাগছে।’’

আরও পড়ুন, ১৫ নভেম্বরই কেন বিয়ে করছেন দীপিকা-রণবীর?

বলি মহলের খবর, ইতালি থেকে ফিরে বেঙ্গালুরুতে হবে দীপিকা-রণবীরের রিসেপশন। তার পর মুম্বইয়ের গ্র্যান্ড হায়াতে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য পার্টি দেবেন তাঁরা।

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

Deepika Padukone Ranveer Singh Bollywood Celebrities Instagram দীপিকা পাড়ুকোন রণবীর সিংহ ইতালি Celebrity Wedding Celebrity Marriage
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy