Deepti Sati shares I was nervous about wearing bikini onscreen dgtl
‘বিকিনি পরে ক্যামেরার সামনে দাঁড়াতে…’ কী বললেন অভিনেত্রী?
সঞ্জয় যাদবের পরের ছবিতে বিকিনি অবতারে দেখা যাবে দীপ্তিকে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভয় মহাজন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৯ ১৫:৫৮
কে ইনি? ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
বহু অভিনেত্রীকেই অনস্ক্রিন বিকিনিতে দেখেছেন দর্শক। চরিত্রের প্রয়োজনে বিকিনি পরতে হয়েছে তাঁদের। কখনও বা নায়িকারা অভিযোগ করেন, চরিত্রের প্রয়োজন না থাকলেও তাঁদের বিকিনি পরে বাধ্য করা হয়েছিল। কিন্তু বিকিনি পরে যে নার্ভাস ছিলেন, একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না, সে কথা প্রকাশ্যে স্বীকার করে নিলেন অভিনেত্রী দীপ্তি সাতি।
সঞ্জয় যাদবের পরের ছবিতে বিকিনি অবতারে দেখা যাবে দীপ্তিকে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভয় মহাজন। প্রাক্তন মিস ইন্ডিয়া ফাইনালিস্ট দীপ্তি দক্ষিণী ছবিতে পর পর কাজ করছেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, বিকিনি পরে ক্যামেরার সামনে দাঁড়াতে নার্ভাস লেগেছিল তাঁর।
দীপ্তির কথায়, ‘‘আমাকে যখন ফিল্মের জন্য প্রথম বিকিনি পরে ক্যামেরার সামনে দাঁড়াতে হল, সত্যি বলতে কি, নার্ভাস হয়েছিলাম। কিন্তু পুরো টিম খুব সাপোর্ট করেছিল। এমনকি সঞ্জয়দা বলেছিলেন, আমার অসুবিধে হলে পরে শুট করবে। কিন্তু ছবির জন্য সিনটা দরকার ছিল। পুরো টিম আমাকে খুব সাহায্য করেছিল।’’