Advertisement
E-Paper

দীপিকা-রণবীরের দ্বিতীয় বিয়েতে আপত্তি তুলে তদন্ত চাইল প্রবাসী শিখ সংগঠন

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১৫:১৪
নবদম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

নবদম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

নবদম্পতিকে বরণ করার রীতি-রেওয়াজ সম্পন্ন। মুম্বইয়ের রাজপথে গাড়িতে ঘুরতে দেখা গেছে রণবীর-দীপিকাকে সম্ভবত, গ্র্যান্ড রিসেপশন সফল করতে নগর চষে বেড়াচ্ছেন তারকা দম্পতি। বলিউড বলছে বিয়ে যেভাবে সুসম্পন্ন হয়েছে, সে ভাবেই যেন রিসেপশন উতরে যায়।এমন একগুচ্ছ ভাবনার মধ্যে একফোঁটা চোনা ফেলে দিল ইতালির এক শিখ সংগঠন।

তারা দীপিকা-রণবীরের দ্বিতীয় বিয়ের পদ্ধতিগত আপত্তি তুলে তদন্তের দাবি করেছে অর্থাৎ ১৫ নভেম্বর সিন্ধ্রি মতে বিয়ের আগে যে আনন্দ করাজ অনুষ্ঠান পালিত হয়েছে,সেখানে পবিত্র গুরু গ্রন্থ সাহেবকে অবমাননা করা হয়েছে। এমন অভিযোগ এনেছে সুখদেব সিংহ কাঙ নামে এক শিখ সংগঠনের নেতা।

ইতালিতে প্রতিষ্ঠিত ওই সংগঠনের সভাপতি সুখদেব মনে করেন, শিখ ভাবাবেগে আঘাত এনেছে ওই বিয়ে। তিনি বলেন, ‘ব্রেসিকা গুরুদ্বার থেকে গ্রন্থসাহেবকে তুলে আনা হয়েছিল লেক কোমোয়। সেখানেই ধর্মগ্রন্থের সামনে আনন্দকরাজ অনুষ্ঠান সম্পন্ন হয়ে। এটাই অকাল তখন হুকুমনামার পরিপন্থী। অকাল তখত হুকুমনামায় স্পষ্ট করা আছে: গুরু গ্রন্থ সাহেবকে গুরুদ্বারের বাইরে কোথাও নিয়ে যাওয়া যাবে না।’

আরও পড়ুন, ঘরোয়া রিসেপশনের প্রস্তুতি শুরু করলেন দীপিকা-রণবীর

তাঁর সংযোজন, গুরুদ্বারের তরফেও গাফিলতি আছে। তাই তিনি অকাল তখত জাঠেদার জ্ঞানী হরপ্রীত সিংহকে চিঠি লিখে তদন্তের অনুরোধ করবেন। এ ব্যাপারে অবশ্য দীপিকা-রণবীর কারও তরফে কোনও প্রত্যুত্তর মেলেনি। তাঁরা আপাতত বেঙ্গালুরুতে রিসেপশনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত বলেই খবর।

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

Deepika Padukone Ranveer Singh Bollywood Celebrities দীপিকা পাড়ুকোন রণবীর সিংহ Celebrity Wedding Celebrity Marriage
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy