Advertisement
E-Paper

পাগলুর ইমেজ থেকে বেরোতে চাই: দেব

রাত পোহালেই বোনেরা বলে উঠবেন ভায়ের কপালে দিলাম ফোঁটা..বোনের বিয়ের পর প্রথম ভাইফোঁটায় দাদা দেব এখন নৈনিতালে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ধুমকেতু’র শুটিংয়ে ব্যস্ত। তবে এ বারও দেখা হবে বোনের সঙ্গে।

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৫ ০৮:৫৩

রাত পোহালেই বোনেরা বলে উঠবেন ভায়ের কপালে দিলাম ফোঁটা..বোনের বিয়ের পর প্রথম ভাইফোঁটায় দাদা দেব এখন নৈনিতালে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ধুমকেতু’র শুটিংয়ে ব্যস্ত। তবে এ বারও দেখা হবে বোনের সঙ্গে। কী ভাবে? খুরপাতালের রাস্তায় হাঁটতে হাঁটতে সে রহস্যই শেয়ার করলেন পাগলু। সঙ্গী স্বরলিপি ভট্টাচার্য। ছবির বাইরের আড্ডায় ধরা দিলেন অচেনা দেব। কখনও তিনি এমপি সাহাব, কখনও চিনুর দাদা। আবার কখনও বা চার বছর আগের শুভশ্রীর বিশেষ বন্ধু।

ভাইফোঁটায় তো বোনকে মিস করবেন।

দেব: ইউ ওন্ট বিলিভ ইট..এটা বোনের বিয়ের পর প্রথম ভাইফোঁটা। আর একটা দারুণ ব্যাপার হয়েছে (চোখে বেশ উত্তেজনা)।

কী সেটা?

আমার তো যাওয়ার কথা ছিল না। আমি চিনুকে বলেছিলাম তোরা দু’জনে এখানে চলে আয়। তো ওর শাশুড়ি আমাকে বলেছিলেন, না.. প্রথম ভাইফোঁটা। বোনের শ্বশুর বাড়িতে আসতেই হবে। আর আমি তো না, না বলেছিলাম। জামাই বলেছিল আমি দেখছি কী ভাবে ম্যানেজ করা যায়। এ বার আমার এমন এমারজেন্সি কাজ আছে যে কালকে কলকাতায় যেতেই হচ্ছে। পুরো ব্যাপারটা এমন লেগে গেল। তবে সকালে পৌঁছে রাতে আবার চলে আসতে হবে।

কী হয় ভাইফোঁটায়?

কী আবার হবে? (হাসতে হাসতে) প্রচুর খরচা হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাকে ভাইয়ের মতোই দেখেন। ফোঁটা দিয়েছেন কখনও?

না। দিদি খুব ব্যস্ত থাকেন। রাখি পরিয়েছেন আগে। তবে খুব প্রয়োজন না পড়লে আমি ওঁনাকে বিরক্ত করি না।

সাংসদ দেব বাংলার জন্য নতুন কী ভাবছেন?

দেখুন, আমি চেষ্টা করে যাচ্ছি। আপনি খবর নিয়ে দেখুন ঘাটালের বন্যা বা আরও অনেক কিছুর জন্য আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। আসলে আমাদের দেশে জনসংখ্যা এত বেশি যে আমরা চাই সকলকে ভাল রাখতে। কিন্তু সব সময় হয়ে ওঠে না। তবে আমার বিশ্বাস, বিশ্বাস শুধু নয় এটা তো দেখাই যাচ্ছে যে, দিদি আমাদের জন্য ভাল কাজই করছেন।

ধুমকেতুর মতো অন্য ঘরানার ছবি কি আপনার কেরিয়ারে নতুন কিছু ভ্যালু যোগ করবে?

দেখুন দশ বছর আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমি চাই যেন অনেক পরেও লোকে বলে যে দেবের কাছে কত কিছু ছিল। শুধু ‘পাগলু’ বা ‘খোকাবাবু’ নয়। ‘আরশিনগর’, ‘শেক্সপিয়ার’, ‘বুনো হাঁস’ বা ‘ধুমকেতু’ও দেবের কাছে রয়েছে।

ছবি পরিচালনার পরিকল্পনা রয়েছে?

এই মুহূর্তে হ্যাঁ বা না কিছুই বলব না। দেখা যাক কী হয়।

বিয়ে করছেন কবে?

জানি না এখনই। কোনও প্ল্যান নেই।

লভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করেন?

না! সব কিছুর জন্যই সময় লাগে।

চার বছর আগের শুভশ্রীকে মিস করেন?

আমরা এখন প্রচুর ম্যাচিওরড। ওর পার্সোলান লাইফ আছে। আমি চাই ও ভাল থাকুক। আমি খুব সাকসেশফুল শুভশ্রীকে দেখতে চাই।

ফোনে কথা হয় আপনাদের?

খুব একটা নয়। এই শুটিংয়ে যতটুকু। এখনকার সম্পর্কটা একদম প্রফেশনাল।

Dev bhaifota Subhosree Dhumketu Kaushik Gangopadhyay Swaralipi Bhattacharya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy