বক্স অফিসে বিশেষ সাড়া ফেলেছে ‘ধুরন্ধর’। ছবিতে রণবীর সিংহ থেকে অক্ষয় খন্না, প্রত্যেকের অভিনয় প্রশংসিত হচ্ছে। এ বার জানা যাচ্ছে, আদিত্য ধর পরিচালিত এই ছবির সঙ্গে বিশেষ যোগ রয়েছে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবির। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবির পরিচালকও আদিত্যই। তাই কি চিত্রনাট্যে এই মিল খুঁজে পাওয়া যাচ্ছে?
‘ধুরন্ধর’ ও ‘উরি’ দু’টি ছবিই সত্য ঘটনার উপর তৈরি। ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিতে ভিকি কৌশলের চরিত্রের নাম ছিল বিহান সিংহ। ছবিতে সেই বিহান সিংহের দেখা হয় বায়ুসেনা আধিকারিক সিরত কৌরের সঙ্গে। সিরতের চরিত্রে অভিনয় করেছিলেন কীর্তি কুলহারি। সিরত ছবিতে তাঁর স্বামীর কথা উল্লেখ করেন, যাঁর নাম জসকিরত সিংহ রঙ্গি। তিনি পঞ্জাবের নৌশেরাতে শহিদ হয়েছিলেন।
আরও পড়ুন:
এখানেই রয়েছে বিশেষ যোগসূত্র। ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর অভিনীত চরিত্রের নামও জসকিরত সিংহ রঙ্গি। পাকিস্তানের অন্ধকার দুনিয়ায় হামজ়া আলি মাজ়ারি নাম নিয়ে প্রবেশ করেছিলেন তিনি। এই নামটি মিলে যাওয়ার ফলে দর্শকের অনুমান, একই ব্যক্তির কথা দুটি ছবিতে উল্লিখিত আছে। তাই প্রশ্ন উঠছে, তা হলে কি ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় অর্ধে রণবীরের চরিত্রটির মৃত্যু হবে?
উল্লেখ্য, ছবির ঝলক মুক্তির পরে বিতর্ক শুরু হয়েছিল। দর্শকের একাংশের দাবি ছিল, অতিরিক্ত হিংসা ও রক্তারক্তি প্রদর্শন করা হয়েছে। অবশেষে নানা বাধা পেরিয়ে ছবিটি মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর। ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন অক্ষয় খন্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবন ও সারা অর্জুন।