বিচ্ছেদের পথে হাঁটলেন দক্ষিণী অভিনেতা ধনুষ এবং তাঁর স্ত্রী ঐশ্বর্যা। টুইটারে এবং ইনস্টাগ্রামে তাঁরা নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সদ্য। রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যা এবং ধনুষের ১৮ বছরের দাম্পত্য ভাঙার খবর পেতেই মনমরা অনুরাগীরা। সোমবার থেকে এই ঘটনা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। তারই মধ্যে বিস্ফোরক দাবি করলেন ধনুষের বাবা।
ধনুষের বাবা, তামিল ছবির পরিচালক কস্তুরী রাজা তাঁর ছেলের বিবাহ বিচ্ছেদকে ‘পারিবারিক বিবাদ’-এর তকমা দিয়ে বসলেন। স্পষ্ট জানিয়ে দিলেন, ধনুষ-ঐশ্বর্যার নাকি বিচ্ছেদই হচ্ছে না। এ দিকে তাঁর ছেলে এবং পুত্রবধূ নিজেরাই তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন গত ১৭ জানুয়ারি।
স্থানীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময়ে ধনুষের বাবা বলেন, ‘‘ধনুষ এবং ঐশ্বর্যা এই মুহূর্তে চেন্নাইতে নেই। দু’জনেই হায়দরাবাদে। আমি ফোন করে তাঁদের সঙ্গে কথা বলে কিছু পরামর্শ দিয়েছি।’’