দাদামশাই এখন ঘোর নস্ট্যালজিক। মেয়ে অহনা দেওলের সদ্যোজাত ছেলেকে প্রথম কোলে নিয়ে ৭৯ বছরের ধর্মেন্দ্র জানালেন, শিশুর এই সান্নিধ্য তাঁকে অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তাঁর নিজের সন্তানদের প্রথম কোলে নেওয়ার অনুভূতি মনে পড়ে যাচ্ছে। অহনা ছাড়া আরও তিন সন্তানের পিতা একদা-অ্যাকশন হিরো ধর্মেন্দ্র এবং তাঁর অভিনেত্রী-সাংসদ গিন্নি হেমা মালিনী গত ১১ জুন অহনার পুত্রসন্তান লাভে খুবই খুশি। নাতির দীর্ঘায়ু আর সমৃদ্ধ জীবন কামনা করেছেন বলিউডের হি-ম্যান। বাচ্চার নাম কী রাখা হল— এই প্রশ্নে একটু থমকে তিনি জানান, সেটা এখনও ঠিক হয়নি। নামকরণের জন্য সময় তো পড়েই আছে।