সোমবার বিকেলের দিকে হঠাৎই খবর আসে, ধর্মেন্দ্রের স্বাস্থ্যের ক্রমশ অবনতি হচ্ছে, এবং সেই কারণেই নাকি ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। এর পরেই অভিনেতাকে দেখতে হাসপাতালে পৌঁছোন স্ত্রী হেমা মালিনী। তার পর থেকেই উদ্বেগে অনুরাগীরা। তবে খবর, ভেন্টিলেশনের তথ্য ভুয়ো। অভিনেতার স্বাস্থ্যের খবর দিলেন সানি দেওলের সহকারী। প্রতিক্রিয়া জানালেন হেমাও।
সানির সহকারীও অভিনেতার ভেন্টিলেশনে থাকার খবর উড়িয়ে দিয়েছেন। তাঁদের তরফে জানানো হয়েছে, ধর্মেন্দ্র আগের থেকে ভাল আছেন, তাঁকে এই মুহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিন্তার কোনও কারণ নেই। অন্য দিকে ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে দেখে বেরিয়ে হেমা মালিনী বলেন, ‘‘উনি ঠিক আছেন। আমরা ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’’
হাসপাতাল সূত্রের খবর, অভিনেতাকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। আগামী মাসের ৮ তারিখে ৯০ বছরে পা দেবেন অভিনেতা। জন্মদিনের আগে ঘন ঘন হাসপাতালে ভর্তি হতেই তাঁকে নিয়ে উদ্বেগে অনুরাগীরা। শীঘ্রই শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘ইক্কিস’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবি দিয়ে বড়পর্দায় পা রাখছেন অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা। দেখা যাবে জয়দীপ অহলাওয়াত-সহ নামজাদা অভিনেতাদের।