যাঁর হাত ধরে বিনোদন দুনিয়ায় পা রাখলেন, সেই শাহরুখ খানকেই ভুলে গেলেন! এ দিকে কিছুতেই ভুলতে পারছেন না রণবীর কপূরকে। বিমানবন্দরে আচমকা মুখোমুখি হলে উষ্ণ আলিঙ্গনে বাঁধছেন। আবার তাঁর পাশে নাকি নিজেকে দেখতে চাইছেন দীপিকা পাড়ুকোন?
শনিবার সন্ধ্যা থেকে এমনই গুঞ্জনে তোলপাড় বলিউড। দীপিকার নাকি গোপন ইচ্ছে, পর্দায় তাঁর এবং রণবীরের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র আমল ফিরিয়ে আনা। আবার জুটি বাঁধতে চান ‘প্রাক্তন’ প্রেমিকের সঙ্গে। এ-ও শোনা গিয়েছে, তাঁর ইচ্ছেই নাকি নেটপ্রভাবী তাঁর ভিডিয়োবার্তায় প্রচার করেছেন! সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “পরিচালকেরা যখন ছবির বাণিজ্যে সন্তুষ্ট নন, তখন পুরনো জুটি ফিরিয়ে আনছেন না কেন! রণবীর-দীপিকাকে পর্দায় ফিরিয়ে আনুন। দেখুন, দর্শক ছবি দেখতে আসেন কি না!”
এ বার প্রশ্ন, এই ইচ্ছা যে দীপিকার, সেটা কী করে বুঝছেন বাকিরা?
নেটপ্রভাবীর ভিডিয়োয় নায়িকা পছন্দের চিহ্ন এঁকে দিয়েছেন। এটা নাকি তিনি চট করে করেন না। ফলে, বিষয়টি নজরে আসতেই চর্চা শুরু হয়েছে। সম্প্রতি, আরকে স্টুডিয়োর হারানো গৌরব ফেরানোর ইচ্ছাপ্রকাশ করেছেন রণবীর। প্রযোজনা সংস্থা আগের মতো ছবি বানাবে, এমন কথাও জানিয়েছিলেন তিনি। তখনই শোনা গিয়েছিল, তিনটি ছবি সম্ভবত প্রযোজনা সংস্থা বানাতে চলেছে। প্রথম ছবিটি অয়ন মুখোপাধ্যায় পরিচালনা করবেন। সেই ছবিতে জুটি বাঁধতে পারেন রণবীর-দীপিকা।