আমেরিকাবাসী ভারতীয় শিল্পপতি রমা রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ে হচ্ছে মহা ধুমধাম করে। উদয়পুরে বসেছে এই বিয়ের আসর। উদ্যোগপতি ভামসি গাদিরাজুকে বিয়ে করছেন নেত্রা। ওই বিয়েতে ইতিমধ্যেই নাচতে দেখা গিয়েছে কিছু বলি তারকাকে। এর মধ্যেই বিয়েবাড়িতে তারকাদের নাচ নিয়ে রণবীর কপূরের একটি মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে।
নেত্রা মন্টেনার বিয়েতে নাচতে দেখা গিয়েছে রণবীর সিংহ, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কপূর, কৃতি সেনন, জ্যাকলিন ফার্নান্ডেজ়, নোরা ফতেহি, শাহিদ কপূরকে। বিয়ের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে দেখা গিয়েছে দিয়া মির্জ়া, সোফি চৌধুরী ও কর্ণ জোহরকে।
বিয়ের আসরের বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ইত্যবসরে রণবীর কপূরের পুরনো একটি মন্তব্যও উঠে এসেছে। তাঁর বক্তব্য ছিল, বিয়েবাড়ির অনুষ্ঠানে নাচলে সম্মানহানি হয়। রাহার বাবা বলেছিলেন, “বিয়ের অনুষ্ঠানে আমি নাচব না। কারণ, আমি কোন পরিবার থেকে এসেছি, সেটা আমার মাথায় থাকে সবসময়। তবে এর মানে এই নয়, যাঁরা নাচেন তাঁদের বিরুদ্ধে আমি। কিন্তু আমি যে মূল্যবোধ নিয়ে বড় হয়েছি, তার সঙ্গে এটা যায় না।”
আরও পড়ুন:
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে নেচেছেন। তা হলে বিয়েতে নাচার মধ্যে খারাপ কী আছে? রণবীর জানিয়েছিলেন, বিয়েতে নাচার মধ্যে খারাপ কিছু নেই। কিন্তু তাঁর লক্ষ্য শুধু অর্থ উপার্জন করা নয়। অভিনেতা বলেছিলেন, “বিয়েতে নেচে আমি নিজের চোখে নিজের সম্মান হারাতে চাই না। লোকে মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবে আর নানা রকমের মন্তব্য করবে। আমি চাই না, আমার পরিবারের কেউ এটা করুক। আমি পারব না। এটি ব্যক্তিগত মত।”
ওই মন্তব্য বেশ কয়েক বছর আগের। যদিও তার পরে, গত বছর জুলাই মাসে ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানীর পুত্র অনন্ত অম্বানীর বিয়েতে রণবীর কপূর ও আলিয়া ভট্ট দু’জনকেই নাচতে দেখা গিয়েছিল। তবে সেই নাচ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য শোনা যায়নি রণবীরের মুখে।