পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সুখবর ভাগ করে নিয়েছেন তারকাদম্পতি। বলিউডের অন্য তারকাদের থেকে এসেছে শুভেচ্ছাবার্তা। ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক তথা বলি তারকা সলমন খানের থেকেও কি এসেছে বিশেষ বার্তা?
সমাজমাধ্যমে একটি প্রতিচ্ছবি (স্ক্রিনশট) ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, ভিকি ও ক্যাটরিনার সেই পোস্টের তলায় মন্তব্য করেছেন সলমন। সেখানে ভাইজানের হয়ে লেখা, “এই সব ব্যক্তিগত বিষয় নেটমাধ্যমে দেওয়া বন্ধ করো।” এই প্রতিচ্ছবি দেখেই নেটাগরিকের প্রশ্ন, শুভেচ্ছা না জানিয়ে সত্যিই সলমন এমন মন্তব্য করেছেন? কিন্তু নেটাগরিকের বুঝতে বেশি সময় লাগেনি, এই প্রতিচ্ছবি একেবারেই নকল। ক্যাটরিনার সন্তান নিয়ে সলমন কোনও মন্তব্যই করেননি।
আরও পড়ুন:
গত বছর থেকে শুরু হয়েছিল জল্পনা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভিকি ও ক্যাটরিনা জানান, সংসারে আসছে নতুন সদস্য। স্ফীতোদরের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”গত শুক্রবার ভিকি সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘‘আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে।’’ নিজেরাই জানান, পুত্রসন্তান হয়েছে।
২০২৪ সাল থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মূলত, অভিনেত্রী দীর্ঘ দিন লন্ডনে নিজের মায়ের কাছে গিয়ে থাকছিলেন। সেই সময় থেকে শুরু হয় জল্পনা। পাশাপাশি, অভিনয় থেকেও দূরে সরে গিয়েছিলেন তিনি। কখনও তাঁকে দেখা গিয়েছিল তীর্থস্থানে, কখনও কোনও অনুষ্ঠানে। এর বাইরে নিজের প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাঁকে। ক্যাটরিনা ফের কবে অভিনয়ে ফিরবেন, তা এখনও জানা যায়নি।