(বাঁ দিকে) সারা আলি খান। অর্জুন প্রতাপ বাজওয়া (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
ব্যক্তিগত জীবন নিয়ে কোনও রাখঢাক নেই তাঁর। তাই কৈশোরে থেকে কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, বাবার পাশে বসেই অবলীলায় তা বলে যেতে পারেন সারা আলি খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সইফ-কন্যা। তার জনপ্রিয়তা যেমন বেড়েছে। তেমনই বেড়েছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা। নিজের প্রথম ছবির মুক্তির আগেই জানিয়ে দিয়েছিলেন কার্তিক আরিয়ানকে তাঁর পছন্দ। তার পর কার্তিকের সঙ্গে ছবি করা থেকে প্রেম, সবটাই হয়েছে। তবে শেষ পর্যন্ত সম্পর্কটা টেকেনি। তার পর শোনা যায়, প্রাক্তন প্রেমিক বীর পাহাড়িয়ার কাছেই নাকি ফিরে গিয়েছেন তিনি। তবে এ বার নয়া চর্চা।
কোনও অভিনেতা নয়, নেতার ছেলের সঙ্গে নাকি প্রেম করছেন সারা! সম্প্রতি তাঁর কেদারনাথ দর্শনের ছবি নাকি সেই প্রমাণই দিচ্ছে। শুরু হয়েছে চর্চা।
এমনিতেই প্রতি বছরই কেদারনাথ দর্শন করতে যান সারা। কখনও ভাইয়ের সঙ্গে, কখনও জাহ্নবী কপূরের সঙ্গে গিয়েছেন। এ বার সারা আলি তাঁর কেদারনাথ দর্শনের একগুচ্ছ ছবি দিয়েছেন। কিন্তু কার সঙ্গে গিয়েছেন তার আভাস দেননি। কিন্তু সমাজমাধ্যমের অতিসক্রিয়তার যুগে যেন কোনও কিছুতেই আড়াল করা সম্ভব নয়। ধরা পড়ে গেলেন সারা! অভিনেত্রীকে কেদারনাথে পুজো দিতে দেখা গিয়েছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। তিনি পঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিংহ বাজওয়ার পুত্র। পঞ্জাবে বিজেপির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। যদিও ছেলে অর্জুন চলচ্চিত্র জগতের ঘরের লোক। ভারতের অন্যতম নামী মডেল। একাধিক ব্র্যান্ডের প্রচার দূত। বড় বড় পোশাকশিল্পীর হয়ে মার্জার সরণিতে হেঁটেছেন। বহু বছর ধরেই মুম্বইয়ে রয়েছেন তিনি। অভিনেত্রী ভূমি পেডেনেকর তাঁর খুব ভাল বন্ধু। তবে এই প্রথম নয়। আগেও সারা রাজনৈতিক প্রভাবশালী পরিবারের ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এ বারও কি ফের সেই পথেই হাঁটলেন! যদিও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেননি তাঁরা। দু’জনেই সমাজমাধ্যমে ছবিও দিয়েছেন আলাদা আলাদা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy