৯৮ বছরের সুদীর্ঘ জীবন কিংবদন্তী অভিনেতার। ৫৫ বছরের দাম্পত্য স্ত্রী সায়রা বানুর সঙ্গে। তার পরেও দিলীপ কুমার-সায়রা বানুর। কোনও সন্তান ছিল না।
কেন দিলীপ-সায়রার কোনও সন্তান নেই? এর জন্য কিংবদন্তি অভিনেতার মনে আফসোস ছিল?
বলিউড সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বেশ কিছু বছর আগে দিলীপ কুমার স্পষ্ট জানিয়েছিলেন, ‘‘আমাদের সন্তান থাকলে দাম্পত্য আরও রঙিন হত। তবে যোগ্য উত্তরাধিকারী নেই বলে আমাদের কোনও খেদ নেই।’’ অভিনেতা সেই সময় বলেছিলেন, তিনি এবং সায়রা এই অভাব মেনে নিয়েছেন। তাঁরা মনে করেন, ঈশ্বরের ইচ্ছেতেই তাঁদের জীবনে এই শূন্যতা। অভিনেতার দাবি, সেই শূন্যতা পূরণ করে দিয়েছেন তাঁদের পরিবারের বাকি সদস্যরা। তারকা দম্পতির কাছে সন্তানের আদর-যত্ন পেয়েছেন সায়রার ভাই সুলতান। পরবর্তী কালে সুলতানের ছেলে-মেয়ে এবং নাতি-নাতনিই দিলীপ-সায়রার জীবনের অবলম্বন হয়ে উঠেছিলেন।