দিলীপ কুমারের অসুস্থতার খবর নিয়ে টুইটারে শুরু হয়েছে বিতর্ক। অভিনেতা হিন্দু, নাকি মুসলিম, তাঁর আসল নাম ব্যবহার না করার কারণ, তাঁর বাড়ি পাকিস্তানে নাকি ভারতে, তিনি কোন দেশের নাগরিক— এই সব প্রশ্ন ছোড়ার সুযোগ ছাড়ছেন না নেটাগরিকের একাংশ। তার উপরে তাঁর মৃত্যুর খবরে ভরে উঠেছে টুইটার।
শ্বাসকষ্ট নিয়ে রবিবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিলেন বর্যীয়ান অভিনেতাকে। অক্সিজেন সাপোর্টে রয়েছেন ৯৮ বছরের দিলীপ কুমার। ভেন্টিলেটরের প্রয়োজন পড়েনি। সোমবার সে তথ্য দিয়েছেন হিন্দুজা হাসপাতালের চিকিৎসকরা। ফুসফুসে জল জমেছে বলে আরও কয়েক দিন চিকিৎসা চলবে তাঁর। কিন্তু আপাতত স্থিতিশীল রয়েছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার বিকেলে অভিনেতার টুইটার থেকে একটি ছবিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সায়রা বানু তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছেন হাসপাতালে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সে খবর টুইট করেছে। সেই খবরের মন্তব্য বাক্সেও এই ধরনের মন্তব্য নজরে এসেছে।